IPL 2025 MI vs DC: এবারের আইপিএল-এ প্রথম লেগের ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals) হারিয়ে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians)। বুধবার এই দুই দলের লড়াইয়ে যারা জয় পাবে, তারা প্লে-অফের দিকে এগিয়ে যাবে।
IPL 2025 Mumbai Indians vs Delhi Capitals: চ্যাম্পিয়নরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচেই জ্বলে ওঠেন। বুধবার চলতি আইপিএল-এ (IPL 2025) কার্যত কোয়ার্টার-ফাইনাল ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) হয়ে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখালেন দলের অন্যতম সেরা ব্যাটার সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তিনি কার্যত একা লড়াই চালালেন। ৪ নম্বরে ব্যাটিং করতে নেমে ৪৩ বলে ৭৩ রান করে অপরাজিত থাকেন সূর্যকুমার। তিনি ৭টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি মারেন। মুম্বইয়ের অন্য কোনও ব্যাটার বড় রান পাননি। ওপেনার রায়ান রিকেলটন (Ryan Rickelton) ১৮ বলে ২৫ রান করেন। অপর ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma) ৫ বলে ৫ রান করেন। ১৩ বলে ২১ রান করেন উইল জ্যাকস (Will Jacks)। তিলক ভার্মা (Tilak Varma) ২৭ বলে ২৭ রান করেন। অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ৬ বলে ৩ রান করেন। শেষদিকে ঝোড়ো ব্যাটিং করেন নমন ধীর (Naman Dhir)। তিনি ৮ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন। তিনি ২টি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি মারেন। ৫ উইকেটে ১৮০ রান করল মুম্বই।
দিল্লির বোলিং ব্যর্থতা
দিল্লি ক্যাপিটালসের কোনও বোলারই এদিন সুবিধা করতে পারেননি। মুকেশ কুমার (Mukesh Kumar) ২ উইকেট পেলেও, ৪ ওভারে ৪৮ রান দিলেন। ৪ ওভারে ৫৪ রান দিয়ে ১ উইকেট নেন দুষ্মন্ত্য চামিরা (Dushmantha Chameera)। কিছুটা ভালো বোলিং করলেন মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। বাংলাদেশের এই পেসার ৪ ওভার বোলিং করে ৩০ রান দিয়ে ১ উইকেট নেন। ৪ ওভারে ২৫ রান দেন বিপ্রজ নিগম (Vipraj Nigam)। ৪ ওভার বোলিং করে ২২ রান দিয়ে ১ উইকেট নেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)।
জিতলেই প্লে-অফে মুম্বই
চলতি আইপিএল-এ বুধবারের ম্যাচের আগে পর্যন্ত ১২ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে মুম্বই ইন্ডিয়ানস। দিল্লির বিরুদ্ধে জয় পেলেই প্লে-অফে পৌঁছে যাবেন সূর্যকুমাররা। দিল্লি এই ম্যাচে জয় পেলেও, পরের ম্যাচে জিততে হবে। একইসঙ্গে নেট রান রেটের হিসেব করতে হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


