IPL 2025 RR Vs MI: এবারের আইপিএল-এ প্লে-অফের দৌড়ে ভালো জায়গায় আছে মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians)। বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) হারিয়ে প্লে-অফের দৌড়ে এগিয়ে যাওয়াই মুম্বইয়ের লক্ষ্য।
IPL 2025 Rajasthan Royals vs Mumbai Indians: টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার জন্য হাত কামড়াতেই পারেন রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) অধিনায়ক রিয়ান পরাগ (Riyan Parag)। কারণ, এই সিদ্ধান্তই হয়তো ম্যাচের ফল গড়ে দিতে চলেছে। প্রথমে ব্যাটিং করতে নেমে ২ উইকেটে ২১৭ রান করল মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians)। ওপেনার রায়ান রিকেলটন (Ryan Rickelton) ও রোহিত শর্মা (Rohit Sharma) অর্ধশতরান করলেন। ভালো ব্যাটিং করলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এবং তারকা ব্যাটার সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। এই চারজন ব্যাটারই ভালো ফর্মে থাকায় রাজস্থানের বোলারদের পক্ষে কিছু করা সম্ভব হল না। ২১৮ রানের টার্গেট তাড়া করে জয় পাওয়ার কথা হয়তো রাজস্থান রয়্যালস শিবিরের কেউই ভাবছেন না। বরং জয়ের পথে মুম্বই ইন্ডিয়ানস।
ফর্মে রোহিত-সূর্যকুমার
এবারের আইপিএল-এর (IPL 2025) শুরুতে ফর্মে ছিলেন না মুম্বই ইন্ডিয়ানসের প্রাক্তন অধিনায়ক রোহিত। তাঁকে সমালোচনার মুখেও পড়তে হয়েছিল। তবে এখন ফর্মে ফিরেছেন এই তারকা ব্যাটার। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে এল ৫৩ রান। ৩৬ বলের এই ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি। রিকেলটনও দুর্দান্ত ব্যাটিং করলেন। এবারের আইপিএল-এ ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন এই ব্যাটার। বৃহস্পতিবার তিনি ৩৮ বলে ৬১ রান করলেন। এই ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি এবং ৩টি ওভার-বাউন্ডারি। ওপেনিং জুটিতে যোগ হয় ১১৬ রান। এরপর বিস্ফোরক ব্যাটিং করেন সূর্যকুমার ও হার্দিক। এই দুই তারকাই ২৩ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন। সূর্যকুমার ৪টি বাউন্ডারি এবং ৩টি ওভার-বাউন্ডারি মারেন। হার্দিক ৬টি বাউন্ডারি এবং ১টি ওভার-বাউন্ডারি মারেন। রাজস্থানের হয়ে ৪ ওভারে ৪৭ রান দিয়ে ১ উইকেট নেন মাহিশ থিকসানা (Maheesh Theekshana)। ২ ওভারে ১২ রান দিয়ে ১ উইকেট নেন পরাগ।
সতীর্থর প্রশংসায় রোহিত
মুম্বইয়ের ইনিংস শেষ হওয়ার পর রোহিত বলেন, ‘ভালো শুরু করা জরুরি ছিল। প্রথম দুই ওভারে একটু দেখে খেলছিলাম। বল ভালোভাবেই ব্যাটে আসছিল। আমরা এর সুযোগ নিই। যতটা সম্ভব সোজাসুজি শট খেলার চেষ্টা করছিলাম। বল মাটিতে পড়ে দ্রুত ব্যাটে আসছিল। এই কারণে আমাদের মনে হয়েছিল, সোজাসুজি শট খেলাই ভালো হবে। একটু ঝুঁকি নিয়েছিলাম। তার ফল ভালোই হয়েছে। রিকেলটন কঠোর পরিশ্রম করে। ও নিজের খেলা খুব ভালোভাবে বোঝে। কোন বোলারকে আক্রমণ করতে হবে, সেটা ও বোঝে। কোথায় শট খেলতে হবে, সেটা ও ভালোভাবে বেছে নেয়। ও যদি এভাবেই ব্যাটিং করতে থাকে, তাহলে আমাদের পক্ষে খুব ভালো হবে। আমরা যেভাবে ইনিংস শুরু করতে চাই, ঠিক সেটাই হয়েছে। পিচ কেমন আচরণ করবে সেটা বোঝা এবং বৈচিত্রকে কাজে লাগানো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের একই ধরনের শট খেলা উচিত নয়। মাঠের যেদিকে বাউন্ডারি লম্বা, সেই দিকটা ব্যবহার করা উচিত। দলের সবাই যথেষ্ট অভিজ্ঞ। ওদের কাছ থেকে দল কী আশা করে, সেটা সবাই জানে। আমরা ভালো স্কোর করেছি। আশা করি এই স্কোরের পর জয় পাব। আমরা যদি পাওয়ার প্লে-তে জোড়া উইকেট পাই, তাহলে ওদের রানের গতি কমিয়ে দিতে পারব। আমাদের ব্যাটিং লাইনআপের দিকে যদি তাকান তাহলে দেখবেন, অনেকেই গত কয়েকটি ম্যাচে ব্যাটিং করার সুযোগ পায়নি। আমাদের দলের মিডল-অর্ডার শক্তিশালী। এর ফলে আমরা আত্মবিশ্বাসী হয়ে উঠেছি এবং খোলা মনে ব্যাটিং করতে পারছি। গত ম্যাচেও করবিন বশের (Corbin Bosch) ৩০-৪০ রান পার্থক্য গড়ে দিয়েছিল।’
ছিটকে গেলেন সন্দীপ শর্মা
চোট পেয়ে এবারের আইপিএল থেকে ছিটকে গেলেন রাজস্থান রয়্যালসের অভিজ্ঞ পেসার সন্দীপ শর্মা (Sandeep Sharma)। গত ম্যাচে গুজরাট টাইটানসের (Gujarat Titans) বিরুদ্ধে নিজের বলেই শুবমান গিলের (Shubman Gill) শট ধরতে গিয়ে চোট পান সন্দীপ। এই চোটের জন্যই তাঁর পক্ষে আর চলতি আইপিএল-এ কোনও ম্যাচে খেলা সম্ভব হবে না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


