Delhi Daredevils: ক্রিকেট দুনিয়ায় অন্যতম জনপ্রিয় খেলোয়াড় এবি ডিভিলিয়ার্স (AB de Villiers)। তিনি আন্তর্জাতিক ক্রিকেটের মতোই আইপিএল-এও (IPL) অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। কিন্তু আইপিএল নিয়েই বিস্ফোরক দাবি করলেন এবি।
AB de Villiers on Delhi Daredevils: আইপিএল-এর (IPL) শুরুতে যে ফ্র্যাঞ্চাইজির নাম ছিল দিল্লি ডেয়ারডেভিলস, (Delhi Daredevils) সেই দল নিয়ে বিস্ফোরক দাবি করলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার এবি ডিভিলিয়ার্স (AB de Villiers)। বিরাট কোহলির (Virat Kohli) ঘনিষ্ঠ বন্ধু এবি দাবি করেছেন, দিল্লি ডেয়ারডেভিলস দলে এমন কয়েকজন ক্রিকেটার ছিলেন, যাঁরা দলের সবার জন্য ক্ষতিকারক ও বিপজ্জনক ছিলেন। ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত আইপিএল-এ এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেন এবি। সেই সময় তারকাখচিত দল হলেও, সাফল্য পায়নি দিল্লির এই ফ্র্যাঞ্চাইজি। দলে অভ্যন্তরীণ সমস্যা থাকার জন্যই সাফল্য আসেনি বলে ইঙ্গিত করেছেন এবি। পরবর্তীকালে এই ফ্র্যাঞ্চাইজির নাম বদলে হয়েছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। কিন্তু তারপরেও সাফল্য আসেনি।
কাদের দিকে ইঙ্গিত এবি-র?
দিল্লি ডেয়ারডেভিলস দল প্রসঙ্গে এবি বলেছেন, ‘আমি কারও নাম করব না। কিন্তু দিল্লি ডেয়ারডেভিলস দল নড়বড়ে অবস্থায় ছিল। দলে বেশ কয়েকজন বিষাক্ত চরিত্র ছিল। দলে অনেকজন কিংবদন্তি ছিলেন। ফলে আমার স্মৃতি অম্লমধুর। আমার এখনও সেই সময়ের কথা মনে আছে। সেটা আমার জীবনের অন্যতম উল্লেখযোগ্য সময়। কেরিয়ারের গুরুত্বপূর্ণ সময় ছিল। গ্লেন ম্যাকগ্রাথ (Glenn McGrath), ড্যানিয়েল ভেট্টোরিদের (Daniel Vettori) সঙ্গে সময় কাটিয়েছি। আমার বেড়ে ওঠার সময় ওঁরা নায়ক ছিলেন। আমি ওঁদের কিছুটা ভয় পেতাম।’
কারা 'বিষাক্ত চরিত্র'?
এবি যে সময়ের কথা বলছেন, সেই সময় দিল্লি ডেয়ারডেভিলসে ম্যাকগ্রাথ, ভেট্টোরি ছাড়াও ছিলেন বীরেন্দ্র সেহওয়াগ (Virender Sehwag), গৌতম গম্ভীর (Gautam Gambhir), শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। এই তারকাখচিত দল আইপিএল-এর প্রথম দুই মরসুমে প্লে-অফের যোগ্যতা অর্জন করলেও, চ্যাম্পিয়ন হতে পারেনি। এখনও পর্যন্ত খেতাব জিততে পারেনি এই ফ্র্যাঞ্চাইজি। কিন্তু আইপিএল-এর শুরুর দিকে এই ফ্র্যাঞ্চাইজিতে কারা 'বিষাক্ত চরিত্র' ছিলেন, সে বিষয়ে ক্রিকেট মহলে জল্পনা শুরু হয়েছে। এবি সাধারণত কাউকে ব্যক্তিগত আক্রমণ করেন না। এবারও কারও নাম উল্লেখ করেননি। কিন্তু তিনি যে ইঙ্গিত করেছেন, তা অত্যন্ত গুরুতর।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


