Sri Lanka Cricket Team: ২০০৯ সালে লাহোরে (Lahore) শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাস ঘিরে ধরে গুলি চালিয়েছিল জঙ্গিরা। সেই ঘটনার কথা মাথায় রেখেই এবারের পাকিস্তান সফরে (Sri Lanka tour of Pakistan 2025) কোনও ঝুঁকি নিতে নারাজ শ্রীলঙ্কা।
KNOW
Islamabad bomb blast: ইতিহাসের পুনরাবৃত্তি! ২০০৯ সালের পর কি ফের পাকিস্তানের (Pakistan) মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ হয়ে যাবে? সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবারও ঘটনার কেন্দ্রে শ্রীলঙ্কা (Sri Lanka) দল। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে (Rawalpindi) পাকিস্তান-শ্রীলঙ্কা (Pakistan vs Sri Lanka) সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচ। কিন্তু সেই ম্যাচ খেলার আগেই পাকিস্তান সফর (Sri Lanka tour of Pakistan 2025) বাতিল করে দেশে ফিরছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। কারণ, ইসলামাবাদে (Islamabad) বিস্ফোরণের পর পাকিস্তানের পরিস্থিতি ঘোরালো হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে নিশ্চিত হতে পারছে না শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (Sri Lanka Cricket)। এই কারণেই সফর বাতিল করা হচ্ছে। শ্রীলঙ্কার ক্রিকেটাররা সত্যিই দেশে ফিরে যান, তাহলে ফের আন্তর্জাতিক মহলে পাকিস্তানের মুখ পুড়বে।
পাকিস্তানে থাকতে নারাজ শ্রীলঙ্কার ক্রিকেটাররা
শ্রীলঙ্কা ক্রিকেট সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকজন ক্রিকেটার জানিয়েছেন, তাঁরা নিরাপত্তার আশঙ্কায় পাকিস্তানে থাকতে চাইছেন না। শ্রীলঙ্কার ক্রিকেটাররা এখন ইসলামাবাদে আছেন। তাঁরা সেখান থেকেই দেশে ফিরতে চাইছেন। পরিস্থিতি যা, তাতে বৃহস্পতিবারের ম্যাচ এবং এই সিরিজের বাকি ম্যাচগুলি না হওয়ার সম্ভাবনাই বেশি। শ্রীলঙ্কা সরকার (Sri Lanka Government) ও ক্রিকেট বোর্ডকে অবশ্য সফর চালিয়ে যাওয়ার বিষয়ে রাজি করাতে মরিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)। পিসিবি চেয়ারম্যান তথা পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী (Pakistan’s Interior Minister) মহসিন নকভি (Mohsin Naqvi) বুধবার শ্রীলঙ্কার হাই কমিশনারের সঙ্গে দেখা করে ক্রিকেট দলের নিরাপত্তার বিষয়ে আশ্বাস দিয়েছেন। পাকিস্তানের প্রেসিডেন্ট যে ধরনের নিরাপত্তা পান, শ্রীলঙ্কার ক্রিকেটারদের জন্য সেরকমই নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তাতেও শ্রীলঙ্কার ক্রিকেটারদের রাজি করানো কঠিন।
১৬ বছর আগের কথা ভেবে আশঙ্কায় শ্রীলঙ্কা শিবির
২০০৯ সালে লাহোরে (Lahore) শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাস লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। সেই হামলায় শ্রীলঙ্কার একাধিক ক্রিকেটার জখম হন। তারপর প্রায় এক দশক পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল। সেই ঘটনার কথা মাথায় রেখেই ঝুঁকি নিতে চাইছে না শ্রীলঙ্কা ক্রিকেট।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


