KKR vs LSG Probable First XI: কলকাতায় মহারণ। মুখোমুখি হচ্ছে নাইট বনাম লখনউ (KKR vs LSG)।
KKR vs LSG Probable First XI: আইপিএল-এর (IPL 2025 ) মঞ্চে আরও একটি হাইভোল্টেজ ম্যাচ। মঙ্গলবার দুপুরে, ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস (Kolkata Knight Riders vs Lucknow Super Giants)।
নিঃসন্দেহে দুর্দান্ত একটি ক্রিকেট ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমী জনতা (IPL 2025 live score)। আর গত ম্যাচে দুরন্ত জয়ের পর এদিন ঘরের মাঠে খেলতে নামছে কেকেআর। গত ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা অধিনায়ক অজিঙ্ক রাহানে, অঙ্গকৃশ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার এবং রিঙ্কু সিং-এর দিকে অবশ্যই নজর থাকবে মঙ্গলবার।
তবে তারা ছাড়াও হর্ষিত রানা, বৈভব আরোরা এবং বরুণ চক্রবর্তীর দিকেও চোখ থাকবে ক্রিকেটপ্রেমী জনতার (KKR vs LSG Live score)।
অন্যদিকে, লখনউও কিন্তু নিজেদের শেষ ম্যাচ জিতে কলকাতায় এসেছে। ফলে, তাদেরকেও কোনওভাবেই পিছিয়ে রাখা যাবে না। বিশেষ করে মিচেল মার্শ, এইডেন মার্করাম, নিকোলাস পুরান, আয়ূষ বাদোনি, ডেভিড মিলার, শার্দূল ঠাকুর, আবেশ খান, এবং দিগবেশ সিং রাঠির দিকে তো নজর থাকবেই এদিনের ম্যাচে (KKR vs LSG Dream 11 prediction)।
তবে দলের অধিনায়ক ঋষভ পন্থ এবং রবি বিষ্ণোইয়ের ফর্ম কিছুটা হলেও চিন্তায় রাখছে ম্যানেজমেন্টকে (IPL 2025 points table)।
আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, লখনউ দলের মালিক হলেন শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। যিনি আবার মোহনবাগান দলেরও কর্ণধার। এমনিতেই সোমবার আইএসএল সেমিফাইনালে মোহনবাগানকে সমর্থন করতে যুবভারতীটে হাজির ছিলেন লখনউ ক্যাপ্টেন পন্থ নিজেও। সেই ম্যাচে মোহনবাগান জিতে ফাইনালেও পৌঁছে গেছে (KKR vs LSG live update)।
স্বাভাবিকভাবেই, ইডেনেও মঙ্গলবার লখনউয়ের সমর্থনে সবুজ মেরুন সমর্থকদের গলা ফাটানোর প্রবল সম্ভাবনা রয়েছে। বাকিটা উত্তর দেবে সময়।
দুটি দলের সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে (KKR vs LSG probable first xi)?
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশঃ কুইন্টন ডি কক/রহমানউল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্ক রাহানে, অঙ্গকৃশ রঘুবংশী, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, সুনীল নারিন, মইন আলি, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী
ইমপ্যাক্ট সাব: বৈভব অরোরা
লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য প্রথম একাদশঃ এইডেন মার্করাম, মিচেল মার্শ, নিকোলাস পুরান, ঋষভ পন্থ (অধিনায়ক, উইকেটকিপার-ব্যাটার), আয়ূষ বাদোনি, ডেভিড মিলার, আবদুল সামাদ, দিগবেশ সিং রাঠি, আকাশ দীপ, শার্দূল ঠাকুর, আবেশ খান
ইমপ্যাক্ট সাব: রবি বিষ্ণোই
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।