সংক্ষিপ্ত
KKR vs MI Live Updates: চলতি আইপিএলে (IPL 2025) প্রথম জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)।
KKR vs MI Live Updates: আইপিএল-এর অন্যতম হাইভোল্টেজ ম্যাচে সোমবার, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স (Kolkata Knight Riders vs Mumbai Indians)।
আর সেই ম্যাচেই সহজ জয় হাসিল করলেন রোহিত শর্মারা। নায়ক হয়ে উঠলেন মুম্বইয়ের তরুণ বোলার অশ্বিনী কুমার। উল্লেখ্য, এদিনের ম্যাচেই তাঁর অভিষেক হল। বলা চলে, এ যেন সত্যিই স্বপ্নের অভিষেক। মুম্বই জিতল ৮ উইকেটে (KKR vs MI Highlights)।
ওয়াংখেড়েতে সোমবার শুরু থেকেই নড়বড়ে ছিল কেকেআর। টসে জিতে এই ম্যাচে বোলিং-এর সিদ্ধান্ত নেয় মুম্বই। তবে এদিন মুম্বইয়ের প্রথম একাদশে ছিলেন স্বয়ং রোহিত শর্মা। তিনি ইমপ্যাক্ট সাব হিসেবে পরে ব্যাটিং করতে নামেন। কিন্তু সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই ম্যাচেই মুম্বইয়ের (Mumbai Indians) প্রথম একাদশে প্রথমাব্রের জন্য সুযোগ পান বোলার অশ্বিনী কুমার (Ashwani Kumar)
তবে ব্যাট করতে নেমে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে কলকাতা। এককথায় বলতে গেলে, এদিন কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে সাধের কেকেআর ব্যাটিং লাইন-আপ। একে একে প্যাভিলিয়নের পথে হাঁটা লাগান নাইট ব্যাটাররা। মুম্বই বোলিং অ্যাটাকের সামনে মুখ থুবড়ে পড়ে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)।
ওপেনার কুইন্টন ডি কক ফিরে যান মাত্র ১ রানে, সুনীল নারিনের ঝুলিতে শূন্য। অধিনায়ক অজিঙ্ক রাহানে করেন ১১, ভেঙ্কটেশ আইয়ার ৩ এবং রিঙ্কু সিং করেন মাত্র ১৭ রান। ওদিকে মনীশ পাণ্ডের ঝুলিতে মাত্র ১৯ রান এবং আন্দ্রে রাসেলের সংগ্রহে ৫ রান। অঙ্গকৃশ রঘুবংশীর ২৬ রান এবং শেষদিকে নেমে রমনদীপ সিং ২২ রান না করলে, কেকেআর ১০০ রানের গণ্ডি পেরোতে পারত কিনা সন্দেহ আছে (KKR vs MI Live)।
ফলে, বোঝাই যাচ্ছে যে, নাইটদের কোনও ব্যাটারই সেইভাবে বড় রান করতে পারেননি এই ম্যাচে (KKR vs MI Live Score)। স্বাভাবিকভাবেই, ১৬.২ ওভারে, মাত্র ১১৬ রানেই শেষ হয়ে যায় কেকেআর-এর ইনিংস। আর মুম্বইয়ের হয়ে এদিন বিধ্বংসী বোলিং করেন অশ্বিনী কুমার। ৩ ওভার বল করে, ২৪ রান দিয়ে একাই নেন ৪টি উইকেট। যার মধ্যে রয়েছে রাহানের উইকেটটিও। সেইসঙ্গে, রিঙ্কু সিং, মনীশ পাণ্ডে এবং রাসেলকেও আউট করেন তিনি। অন্যদিকে, দুটি উইকেট পেয়েছেন দীপক চাহার। এছাড়া ১টি করে উইকেট পেয়েছেন হার্দিক পান্ডিয়া, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট এবং ভিগনেশ পুথুর (KKR vs MI Live Match)।
আরেকজনের কথা না বললেই নয়। তিনি হচ্ছেন তিলক ভার্মা। রাহানের ক্যাচটি দারুণ নেন তিনি।
জবাবে ব্যাট করতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি মুম্বইকে। তবে এদিনও রোহিত ফিরে গেলেন মাত্র ১৩ রানে। তবে ভালো ব্যাপার এটাই যে, রানে ফিরে এলেন মুম্বইয়ের আরেক ওপেনার রায়ান রিকেলটন (Ryan Rickelton)। তিনি খেললেন ৪১ বলে ৬২ রানের অনবদ্য ইনিংস। যার মধ্যে ছিল চারটি ৪ এবং পাঁচটি ৬। শেষপর্যন্ত, তিনি অপরাজিত ছিলেন (IPL 2025 Live)।
অপরদিকে উইল জ্যাকস করেন ১৬ রান। সেইসঙ্গে, সূর্যকুমারের যাদবের (Suryakumar Yadav) প্রশংসাও করতে হয়। ৯ বলে করেন ২২ রান। যার মধ্যে ছিল তিনটি বাউন্ডারি এবং ২টি বড় ছক্কা। তিনিও শেষ অবধি অপরাজিত থেকে মাঠ ছাড়েন (IPL 2025 news and updates)।
শেষপর্যন্ত, মাত্র ১২.৫ ওভারেই, ২ উইকেট হারিয়ে ১২১ রান তুলে নেয় মুম্বই।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।