সংক্ষিপ্ত

KKR vs PBKS Probable XI: খেলা হবে জমজমাট। মুখোমুখি কলকাতা বনাম পাঞ্জাব। 

KKR vs PBKS Probable XI: আইপিএল-এর মঞ্চে মেগা লড়াই। চণ্ডীগড়ের মুল্লানপুরে মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার, মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস (Kolkata Knight Riders vs Punjab Kings)। 

 

 

এই ম্যাচটি আরও একটি দিক দিয়ে উল্লেখযোগ্য। কারণ, পাঞ্জাবের অধিনায়ক এই মুহূর্তে শ্রেয়স আইয়ার। যিনি গত মরশুমে কেকেআর-এর আইপিএল জয়ী অধিনায়ক ছিলেন। তবুও নাইটরা তাঁকে রিটেইন করেনি (KKR vs PBKS 2025 Dream 11 prediction)। কিন্তু মেগা নিলাম থেকে পাঞ্জাব শ্রেয়সকে রেকর্ড অর্থের বিনিময়ে দলে নেয়। ফলে, আজকের ম্যাচটিকে শ্রেয়স নিজে পাঞ্জাব অধিনায়ক হিসেবে জবাব দেওয়ার মঞ্চ হিসেবেও বেছে নিতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা (KKR vs PBKS 2025 Live score)। 

 

 

এদিকে পাঞ্জাব আবার শেষ ম্যাচে পরাজিত হয়ে এদিন খেলতে নামছে। কিন্তু নাইটরা আবার চেন্নাইকে রীতিমতো পর্যুদস্ত করে মঙ্গলবার মাঠে নামছে (IPL 2025 points table)। স্বাভাবিকভাবেই, খেলা যে হাড্ডাহাড্ডি হবে সেই কথা বলাই বাহুল্য। তবে পাঞ্জাব দলে শ্রেয়স ছাড়াও প্রভসিমরান সিং, নেহাল ওয়াধেরা, প্রিয়াংশ আর্য, শশাঙ্ক সিং, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, মার্কো জ্যানসেন, আর্শদীপ সিং, লকি ফার্গুসন এবং যুযুবেন্দ্র চাহালের দিকেও অবশ্যই চোখ থাকবে এদিনের ম্যাচে (IPL 2025 live score)।

আর ঠিক উল্টোদিকে কেকেআর দলেও কার্যত, তারকার ছড়াছড়ি। অধিনায়ক অজিঙ্ক রাহানে, সুনীল নারিন, ডি' কক, অঙ্গকৃশ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, হর্ষিত রানা, বৈভব আরোরা এবং বরুণ চক্রবর্তীর দিকে অবশ্যই নজর রাখতে হবে মঙ্গলবার সন্ধ্যায়।

দুটি দলের সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে (KKR vs PBKS 2025 Probable First XI)? 

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশঃ কুইন্টন ডি কক, ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্ক রাহানে, অঙ্গকৃশ রঘুবংশী, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, সুনীল নারিন, মইন আলি/স্পেনসার জনসন, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী

ইমপ্যাক্ট সাবঃ বৈভব অরোরা

পাঞ্জাব কিংসের সম্ভাব্য প্রথম একাদশঃ প্রিয়াংশ আর্য, প্রভসিমরান সিং (উইকেটকিপার-ব্যাটার), শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নেহাল ওয়াধেরা, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, আজমাতুল্লাহ ওমরজাই, শশাঙ্ক সিং, মার্কো জ্যানসেন, আর্শদীপ সিং, যুযুবেন্দ্র চাহাল

ইমপ্যাক্ট সাবঃ ভিশাক বিজয়কুমার 

 আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।