সংক্ষিপ্ত

LSG vs MI Probable First XI: আইপিএল-এর (IPL 2025) মঞ্চে আরও একটি হাইভোল্টেজ ম্যাচ। মুখোমুখি লখনউ বনাম মুম্বই (LSG vs MI)।

LSG vs MI Probable First XI: মেগা টি-২০ ক্রিকেট ক্রিকেট লিগ আইপিএলে শুক্রের সন্ধ্যায় কার্যত, ধুন্ধুমার ক্রিকেটের অপেক্ষা। লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে লখনউ সুপার জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্স (Lucknow Super Giants vs Mumbai Indians Match)।

YouTube video player

 

 

তবে ঘরের মাঠে ম্যাচ হলেও কিছুটা চাপে থেকেই শুরু করবে লখনউ। কারণ, গত ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে হারতে হয়েছিল তাদের। যে ম্যাচে নিকোলাস পুরান এবং আয়ূষ বাদোনি ছাড়া আর কেউই সেইভাবে জ্বলে উঠতে পারেননি (LSG vs MI Dream 11 prediction)।

 

তাই স্বাভাবিকভাবেই এই দুই ব্যাটারের দিকে তো নজর রাখতেই হচ্ছে। সেইসঙ্গে, এইডেন মার্করাম মিচেল মার্শ, অধিনায়ক ঋষভ পন্থ, ডেভিড মিলার, শার্দূল ঠাকুর এবং রবি বিষ্ণোইয়ের দিকেও এদিনের ম্যাচে চোখ থাকবে ক্রিকেটপ্রেমীদের। কিন্তু পন্থের ফর্মে না থাকাটা কোথাও গিয়ে চিন্তা বাড়িয়ে দিচ্ছে লখনউ ম্যানেজমেন্টের।

অন্যদিকে, মুম্বই আবার লাগাতার হারের ধাক্কা কাটিয়ে লড়াইতে ফিরে এসেছে। গত ম্যাচে তারা কলকাতাকে পরাজিত করেছে। সবথেকে বড় বিষয়, সেই ম্যাচে রীতিমতো দাপট দেখায় মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং লাইন-আপ। সেই ম্যাচে দলে অভিষেক হওয়া নবাগত অশ্বিনী কুমার সবাইকে তাক লাগিয়ে দিয়ে একাই নেন ৪টি উইকেট (LSG vs MI Dream 11 prediction)। ফলে, এই ম্যাচেও তাঁর থেকে দুর্দান্ত পারফরম্যান্স আশা করছেন ক্রিকেটপ্রেমীরা। অপরদিকে, দীপক চাহারের দিকেও চোখ থাকবে (LSG vs MI Live score)।

সেইসঙ্গে, রোহিত শর্মা, রায়ান রিকেলটন, সূর্যকুমার যাদব তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, মিচেল স্যান্টনার, নমন ধীর এবং ট্রেন্ট বোল্টের দিকেও নজর রাখতেই হচ্ছে এই ম্যাচে। গত ম্যাচে মুম্বইয়ের বোলাররা অনেকটাই কম রান দেন। তবে রোহিতের ফর্মে ফিরে আসাটা ভীষণই দরকার বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা (IPL 2025 Match Schedule)।

কেমন হতে পারে দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ (LSG vs MI probable first xi)?

লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য প্রথম একাদশঃ এইডেন মার্করাম, মিচেল মার্শ, নিকোলাস পুরান, ঋষভ পন্থ (অধিনায়ক, উইকেটকিপার-ব্যাটার), আয়ূষ বাদোনি, ডেভিড মিলার, আবদুল সামাদ, দিগবেশ সিং রাঠি, রবি বিষ্ণোই, শার্দূল ঠাকুর, আবেশ খান

ইমপ্যাক্ট সাবঃ প্রিন্স যাদব

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য প্রথম একাদশঃ রোহিত শর্মা, রায়ান রিকেলটন, উইল জ্যাকস/মুজিব উর রহমান, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, অশ্বিনী কুমার

ইমপ্যাক্ট সাবঃ ভিগনেশ পুথুর

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।