Operation Sindoor Sachin Tendulkar: পহেলগাঁও জঙ্গি হামলার প্রত্যাঘাত হানল ভারত। পাকিস্তানকে যোগ্য জবাব ভারতীয় নিরাপত্তাবাহিনীর।

Operation Sindoor Sachin Tendulkar: আর সেই পদক্ষেপকে রীতিমতো কুর্নিশ জানালেন দেশের অন্যতম সেরা প্রাক্তন ক্রিকেট তারকা তথা ক্রিকেটভক্তদের কাছে যিনি ক্রিকেট ঈশ্বর নামে পরিচিত, সেই সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)।

প্রসঙ্গত, মঙ্গলবার মাঝরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে আঘাত হানে ভারতীয় সেনাবাহিনী (operation sindoor news)। কার্যত, মাঝরাতেই শত্রু নিধন।

Scroll to load tweet…

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বহাওয়ালপুর এবং পাক অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদে ক্ষেপণাস্ত্র ছোঁড়ে ভারত (india pakistan conflict latest news)। মোট ৯টি জায়গায় জঙ্গি পরিকাঠামোকে লক্ষ্য করে এই প্রিসিশন স্ট্রাইক’ ঘটানো হয়(operation sindoor)।

মূলত, যে সমস্ত জায়গায় বসে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী হানার পরিকল্পনা করা হয়েছিল এবং নির্দেশ দেওয়া হয়েছিল, ঠিক সেখানেই ভারত পাল্টা অ্যাটাক করে (sindoor operation)। গোয়েন্দা সূত্রে জানা গেছে, যে ৯টি জায়গায় ভারতীয় সেনা প্রত্যাঘাত চালিয়েছে, তার চারটি জায়গা পাকিস্তানের মধ্যে এবং পাঁচটি জায়গা পাক অধিকৃত কাশ্মীর এলাকায় (what is operation sindoor)।

Scroll to load tweet…

বহাওয়ালপুর, মুরিদকে এবং শিয়ালকোট, মূলত এই তিনটি জায়গাই ছিল সেনাদের টার্গেট। তাছাড়া মুজফ্ফরাবাদ, গুলপুর, ভীমবের, চাক আমরু, বাগ এবং কোটলিও তালিকায় ছিল। আর এই হামলার জেরে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের মাটিতে ঘাঁটি গেড়ে থাকা এবং ভারতবিরোধী কার্যকলাপ চালানো তিনটি জঙ্গিগোষ্ঠী দ্বারা প্রভাবিত এলাকাগুলি পুরোপুরিভাবে ধ্বংস করা হয়েছে (india pak news)।

তারপরেই বুধবার সকালে, নিজের সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, “ঐক্যে নির্ভীক। শক্তিতে অসীম। ভারতের প্রধান শক্তি হল তার জনগণ। এই পৃথিবীতে সন্ত্রাসবাদের কোনও স্থান নেই। আমরা একটাই দল! জয় হিন্দ”

অর্থাৎ, এই লেখার মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন, যে সন্ত্রাসবাদের মোকাবিলায় ভারত ঐক্যবদ্ধভাবেই লড়াই করছে। দেশের এই ঐক্য আসলেই নির্ভীকতার পরিচয় দেয় এবং শক্তিশালী করে তোলে রাষ্ট্রকে।

অন্যদিকে, আরেক প্রাক্তন তারকা সুরেশ রায়নাও একটি পোস্ট করেন। সেখানে তিনি ‘অপারেশন সিঁদুর’-এর পোস্টার এবং ক্যাপশনে ‘জয় হিন্দ’ লেখেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।