Pakistan Cricket Board: পুরুষ ও মহিলা দলের ব্যর্থতা, অভ্যন্তরীণ গোলমাল, দ্বন্দ্ব-সহ নানা কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ডে ডামাডোল চলছে। এরই মধ্যে পুরুষদের ওডিআই দলের নেতৃত্বে বদল আনার কথা ঘোষণা করা হল।
KNOW
Pakistan Cricket Team: ফের পাকিস্তান ক্রিকেট দলের নেতৃত্বে বদল করা হল। মহম্মদ রিজওয়ানের (Mohammad Rizwan) পরিবর্তে পাকিস্তানের ওডিআই দলের নতুন অধিনায়ক নির্বাচিত হলেন শাহিন আফ্রিদি (Shaheen Afridi)। পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board) জানিয়েছে, এই ঘোষণা থেকেই ওডিআই দলের অধিনায়ক হিসেবে এই পেসারকে দায়িত্ব দেওয়া হচ্ছে। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকেই নতুন ভূমিকায় দেখা যাবে আফ্রিদিকে। প্রোটিয়াদের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজ শুরু হচ্ছে ৪ নভেম্বর। সম্প্রতি শক্তিশালী দলগুলির বিরুদ্ধে পাকিস্তানের পারফরম্যান্স খুব একটা ভালো নয়। ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কঠিন পরীক্ষার মুখে আফ্রিদি। তাঁকে যেমন ব্যক্তিগত পারফরম্যান্সের দিকে নজর রাখতে হবে, তেমনই দলকেও পরিচালনা করতে হবে। কাজটা একেবারেই সহজ হবে না।
ফের পাকিস্তানের অধিনায়ক আফ্রিদি
২০২৪ সালের শুরুতে পাকিস্তানের টি-২০ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন আফ্রিদি। কিন্তু নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে টি-২০ সিরিজের পরেই তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। কারণ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই সিরিজে শুধু শেষ ম্যাচে জয় পায় পাকিস্তান। আফ্রিদির পরিবর্তে ফের বাবর আজমকে (Babar Azam) পাকিস্তানের টি-২০ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু ব্যর্থতার জেরে ফের বাবরকে সরিয়ে দেওয়া হয়। গত বছর বাবরের পরিবর্তে সলমন আলি আগাকে (Salman Ali Agha) পাকিস্তানের টি-২০ দলের অধিনায়ক নির্বাচিত করা হয়। তাঁর নেতৃত্বেই সদ্য এশিয়া কাপে (Asia Cup 2025) খেলে পাকিস্তান। টি-২০ দলের অধিনায়ক বদল করা নিয়ে এখনও কিছু জানায়নি পিসিবি। তবে ওডিআই দলের অধিনায়ক বদল করা হল। গত বছর বাবরের পরিবর্তে পাকিস্তানের ওডিআই দলের অধিনায়ক নির্বাচিত হন রিজওয়ান। কিন্তু এবার তাঁকে সরিয়ে দেওয়া হল।
আফ্রিদির উপর ভরসা পিসিবি-র
পাকিস্তানের সাদা বলের ক্রিকেট দলের কোচ মাইক হেসন (Mike Hesson), ডিরেক্টর অফ হাই-পারফরম্যান্স আকিব জাভেদ (Aqib Javed) এবং নির্বাচকদের বৈঠকে ওডিআই দলের অধিনায়ক বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত আফ্রিদির উপর ভরসা রাখছে পিসিবি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


