Khyber Pakhtunkhwa: সারা পাকিস্তানই সাধারণ মানুষের জন্য বিপজ্জনক। খাইবার পাখতুনখাওয়া আরও বিপজ্জনক। আফগানিস্তান (Afghanistan) সীমান্তবর্তী এই প্রদেশে ক্রিকেট খেলাও নিরাপদ নয়। সেটা ফের দেখা গেল।

DID YOU
KNOW
?
ক্রিকেট মাঠে জঙ্গি হানা
পাকিস্তানে ক্রিকেট মাঠে সন্ত্রাসবাদী হামলার ঘটনা নতুন নয়। লাহোরের পর এবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশেও ক্রিকেট মাঠে হামলা চালানো হল।

Khyber Pakhtunkhwa Blast: ২০০৯ থেকে ২০২৫, এত বছর কেটে গেলেও, পাকিস্তানে ক্রিকেট মাঠে নিরাপত্তাহীনতার ছবিটা বদলাল না। ২০০৯ সালের ৩ মার্চ লাহোরের (Lahore) গদ্দাফি স্টেডিয়ামের (Gaddafi Stadium) কাছে শ্রীলঙ্কার ক্রিকেটারদের (Sri Lanka national cricket team) টিম বাসে হামলা চায়া জঙ্গিরা। শ্রীলঙ্কা দলের ৬ জন ক্রিকেটার জখম হন। পাকিস্তানের (Pakistan) একাধিক নিরাপত্তারক্ষী এবং সাধারণ মানুষ প্রাণ হারান। এবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশে (Khyber Pakhtunkhwa Province) ক্রিকেট ম্যাচ চলাকালীন বিস্ফোরণে (Blast) অন্তত একজনের মৃত্যু হল। এই বিস্ফোরণে বেশ কয়েকজন জখম হয়েছেন। পাকিস্তানের উত্তর-পশ্চিম দিকে খাইবার পাখতুনখাওয়া প্রদেশ বরাবরই সংবেদনশীল। সেখানে নিরাপত্তা নিয়ে সমস্যা নতুন কিছু নয়। কিন্তু ক্রিকেট খেলতে গিয়েও যে প্রাণ হারাতে হবে, সেটা কেউই ভাবতে পারেননি। কিন্তু এবার সেটাই হল।

ঠিক কী ঘটেছিল?

বাজাউর জেলার পুলিশ আধিকারিক ওয়াকাস রফিক জানিয়েছেন, খার তেহসিলের কওসর ক্রিকেট মাঠে এই বিস্ফোরণ ঘটে। আইইডি বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। ক্রিকেট মাঠে কাউকে লক্ষ্য করেই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের। এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এই বিস্ফোরণের দায়স্বীকার করেনি। তবে পুলিশের সন্দেহ, গত মাসে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে 'অপারেশন সরবাকফ'-এর বদলা হিসেবেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে।

Scroll to load tweet…

বারবার উত্তপ্ত খাইবার পাখতুনখাওয়া

গত শনিবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশে দু'টি আলাদা ঘটনায় অন্তত তিনজন সন্ত্রাসবাদী এবং একজন পুলিশ আধিকারিকের মৃত্যু হয়। কোহাত জেলার লাচি থানা এলাকায় পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে জঙ্গিরা প্রাণ হারায়। অন্যদিকে, লাচি তেহসিলেই দারমালাক থানা এলাকায় চেকপোস্টে পুলিশ ভ্যানের কাছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর গুলিতে প্রাণ হারান এক পুলিশ আধিকারিক। বারবার এই ধরনের ঘটনা প্রমাণ করে দিচ্ছে, পাকিস্তানের এই প্রদেশে নিরাপত্তা বলে কিছু নেই। পাকিস্তানের অন্যান্য প্রদেশগুলিতেও নিরাপত্তা বলে তেমন কিছু নেই। বালোচিস্তান (Balochistan), সিন্ধু প্রদেশের (Sindh) মতো অঞ্চলগুলিও উত্তপ্ত হয়ে উঠেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।