PBKS vs CSK Live Updates: চেন্নাইতে যেন আক্ষরিক অর্থেই মহারণ। চিপকে জয় ছিনিয়ে নিলেন শ্রেয়সরা (PBKS vs CSK)।
PBKS vs CSK Live Updates: চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে বুধবার সন্ধ্যায়, আইপিএল-এর মহারণে (IPL 2025) মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস বনাম পাঞ্জাব কিংস (Punjab Kings vs Chennai Super Kings)।
সেই ম্যাচেই ৪ উইকেটে জয় হাসিল করল পাঞ্জাব (PBKS)। নেপথ্যে চাহালের অনবদ্য হ্যাটট্রিক এবং শ্রেয়সের প্রশংসনীয় ইনিংস (chennai vs punjab)।

এদিন টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার। আর ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে সিএসকে (CSK)। মাত্র ১১ রানে ফিরে যান দলের ওপেনার শাইক রশিদ। তবে সেখানেই শেষ নয়। আরেক ওপেনার আয়ুষ মাথরের ঝুলিতে মাত্র ৭ রান (pbks vs che)।
ঠিক সেই কঠিন পরিস্থিতিতেই জ্বলে উঠলেন স্যাম কুরান। অর্থাৎ, মিডল অর্ডারের ঠিক যে জায়গাটায় দায়িত্বপূর্ণ ইনিংস খেলার দরকার ছিল, তিনি সেটাই করলেন। উপহার দিলেন ৪৭ বলে ৮৮ রানের অসাধারণ ইনিংস। কিন্তু ব্যর্থ হলেন রবীন্দ্র জাদেজা। তাঁর সংগ্রহে মাত্র ১৭ রান। তবে ডিওয়াল্ড ব্রেভিস বেশ ভালো খেলেন। তিনি করেন ৩২ রান (csk punjab)।
অন্যদিকে, শিবম দুবের সংগ্রহে ৬ রান। অধিনায়ক ধোনির ঝুলিতে মাত্র ১১ রান। ফলে, স্যাম কুরান ছাড়া আর কেউ সেইভাবে বড় রান পাননি। শেষপর্যন্ত, ১৯.২ ওভারে, ১৯০ রানেই শেষ হয়ে যায় চেন্নাইয়ের ইনিংস (csk versus punjab)।

তবে এদিন পাঞ্জাবের হয়ে দুরন্ত বোলিং করেন যুযুবেন্দ্র চাহাল। হ্যাটট্রিক করেন তিনি এবং তাঁর নামের পাশে রয়েছে ৪টি উইকেট। তাও মাত্র ৩২ রানের বিনিময়ে। প্রথমে তিনি আউট করেন দীপক হুডাকে। তারপর ফেরান আনশুল কাম্বোজকে এবং সবশেষে নূর আহমেদকে ফিরিয়ে হ্যাটট্রিকটি সম্পূর্ণ করেন। এছাড়া ধোনির উইকেটটিও চাহালের দখলে (super kings vs kings)।
এছাড়া ২টি করে উইকেট পেয়েছেন আর্শদীপ সিং এবং মার্কো জ্যানসেন। ১টি করে উইকেট পেয়েছেন আজমাতুল্লাহ ওমরজাই এবং হরপ্রীত ব্রার (chennai super kings vs punjab kings timeline)।

জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে পাঞ্জাব (csk vs pbks live score)। ২৩ রান করেন প্রিয়াংশ আর্য। দলের আরেক ওপেনার প্রভসিমরান সিংও দুর্দান্ত খেলেন। তাঁর সংগ্রহে ৩৬ বলে ৫৪ রান। কিন্তু দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার এদিন সবকিছুকে ছাপিয়ে গেলেন। চিপকের ২২ গজে নেমে যেন বুঝিয়ে দিলেন, তিনি থাকলে চেন্নাইয়ের ডেরা থেকেও ম্যাচ ছিনিয়ে আনা সম্ভব। সবথেকে বড় বিষয়, তাঁকে ছেড়ে দিয়ে কি কলকাতা এখন আফসোস করছে? অনেকের মনেই ঘুরছে এই প্রশ্ন (chennai super kings vs punjab kings players)।
এদিন ৪১ বলে ৭২ রানের অনবদ্য ইনিংস উপহার দিলেন শ্রেয়স। যার মধ্যে ছিল ৫টি চার এবং ৪টি ছয়। অন্যদিকে, নেহাল ওয়াধেরা করেন ৫ রান, জশ ইংলিসের ঝুলিতে ৬ রান এবং শশাঙ্ক সিং-এর সংগ্রহে গুরুত্বপূর্ণ ২৩ রান। শেষপর্যন্ত, ১৯.৪ ওভারে, ৬ উইকেট হারিয়ে ১৯৪ রান তুলে নেয় পাঞ্জাব কিংস (cak vs pbks)।
প্রসঙ্গত, লাগাতার হারের ধাক্কা কাটিয়ে কি লড়াইতে ফিরতে পারবেন মহেন্দ্র সিং ধোনিরা (IPL 2025 Live Score)? তা নিয়েই এই ম্যাচের আগে জল্পনা চলছিল। বিশেষ করে, এই ম্যাচে নামার আগে পর্যন্ত, চলতি টুর্নামেন্টে পয়েন্টস টেবিলে সবার শেষে ছিল চেন্নাই। আর ম্যাচের পরেও তাই। চেন্নাইয়ের ঘরের মাঠে গিয়ে রীতিমতো দাপট দেখিয়ে জিতল পাঞ্জাব এবং তারা বলে দিয়ে গেল, চিপকে চেন্নাই আর অপ্রতিরোধ্য নয়!
পাঞ্জাব কিংস জয়ী ৪ উইকেটে। ম্যাচের সেরা শ্রেয়স আইয়ার। আর এই জয়ের পর আইপিএল পয়েন্টস টেবিলে ২ নম্বরে উঠে গেল পাঞ্জাব।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
