PBKS vs MI IPL 2025: ইতিমধ্যেই দুই দল প্লে-অফে পৌঁছে গেছে। তবে গ্রুপ পর্যায়ের লড়াই এখনও শেষ হয়নি (PBKS vs MI 2025)।
PBKS vs MI IPL 2025: আইপিএল গ্রুপ পর্যায়ের লড়াইতে সোমবার সন্ধ্যায়, জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স (Punjab Kings vs Mumbai Indians)।
যদিও দুটি দল ইতিমধ্যেই প্লে-অফের লড়াইতে পৌঁছে গেছে (PBKS vs MI 2025)। কিন্তু এই ম্যাচটি অন্য একটি দিক দিয়ে আবার তাৎপর্যপূর্ণ। কারণ, এই মুহূর্তে আইপিএল পয়েন্টস টেবিলে ১৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে পাঞ্জাব এবং ১৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে মুম্বই (IPL 2025 live score)।
ফলে, এদিনের ম্যাচে যদি মুম্বই জিতে যায়, তাহলে তাড়া ১৮ পয়েন্ট নিয়ে পৌঁছে যাবে দ্বিতীয় স্থানে। তবে সেক্ষেত্রে আবার গুজরাতের সঙ্গে তাদের এক পয়েন্ট হওয়া সত্ত্বেও তাদের দ্বিতীয় স্থানে থাকতে হতে পারে কিন্তু গুজরাত নেট রান রেটের বিচারে হয়ত প্রথমেই থাকবে। আর পাঞ্জাব নেমে যাবে তিন নম্বরে এবং বেঙ্গালুরু চলে আসবে চার নম্বরে (Punjab Kings vs Mumbai Indians)।
কিন্তু যদি পাঞ্জাব জয় পায়, তাহলে কী হবে?
পাঞ্জাব কিংস এই ম্যাচে জয় পেলে, তাদের পয়েন্ট হয়ে যাবে ১৯। সেক্ষেত্রে তারা প্রথম স্থানে চলে যাবে এবং গুজরাত নেমে যাবে দ্বিতীয় স্থানে।
পিচ কেমন হবে?
এই মরশুমে জয়পুরের পিচে তুলনামূলকভাবে রান তোলা অনেকটাই সহজ হয়েছে (pitch report)। তাছাড়া চলতি মরশুমে প্রথমে ব্যাট করে গড় স্কোর প্রায় ২০১-এর কাছাকাছি হয়েছে। যেখানে মোট ৬টি খেলায় ২০০ রানের রেকর্ড চারবার ভেঙে গেছে। অন্যদিকে, জয়পুরের আবহাওয়া: বেশ পরিষ্কারই থাকবে এবং শুরুর দিকে তাপমাত্রা ৩৬° সেলসিয়াসের কাছাকাছি থাকবে।বৃষ্টির কোনওরকম সম্ভাবনা নেই। এদিকে ম্যাচের সময় আর্দ্রতা ৩৭-৪৬%-এর মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে।
হেড টু হেড
এখনও পর্যন্ত দুই দলের সাক্ষাতে মুম্বই জিতেছে ১৭ বার এবং পাঞ্জাব জয় পেয়েছে ১৫ বার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
