England vs South Africa: আগামী বছর টি-২০ বিশ্বকাপ। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে নতুন রেকর্ড গড়ল ইংল্যান্ড। শুক্রবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে (Old Trafford) বিধ্বংসী ব্যাটিং করলেন ফিল সল্ট (Phil Salt)।
KNOW
T20 Record: আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ৩০০ রান! সেটাও আবার আইসিসি-র কোনও পূর্ণাঙ্গ সদস্য দেশের বিরুদ্ধে! এতদিন কোনও দল যেটা করে দেখাতে পারেনি, সেটাই এবার করে দেখাল ইংল্যান্ড (England vs South Africa)। শুক্রবার রাতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে (Old Trafford) ফিল সল্ট (Phil Salt), জস বাটলার (Jos Buttler), হ্যারি ব্রুকের (Harry Brook) ব্যাটিং তাণ্ডব দেখা গেল। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার জন্য হয়তো আফশোস করবেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মারক্রাম (Aiden Markram)। প্রথমে ব্যাটিং করতে নেমে ২ উইকেটে ৩০৪ রান করল ইংল্যান্ড। আন্তর্জাতিক টি-২০ ম্যাচে আইসিসি-র কোনও পূর্ণাঙ্গ সদস্য দেশের বিরুদ্ধে প্রথমবার ৩০০ বা তার বেশি রান হল। এর আগে আইসিসি-র পূর্ণ সদস্য দলের বিরুদ্ধে টি-২০ ম্যাচে সর্বাধিক রান ছিল ভারতীয় দলের। ২০২৪ সালে হায়দরাবাদে (Hyderabad) বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে ৬ উইকেটে ২৯৭ রান করে ভারত। শুক্রবার সেই রেকর্ড ভেঙে দিল ইংল্যান্ড।
আন্তর্জাতিক টি-২০ ম্যাচে তৃতীয়বার ৩০০ রান
২০২৩ সালে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে প্রথমবার ৩০০ রান হয়। মঙ্গোলিয়ার (Mongolia) বিরুদ্ধে ৩ উইকেটে ৩১৪ রান করে নেপাল (Nepal)। এরপর ২০২৪ সালে গাম্বিয়ার (Gambia) বিরুদ্ধে ৪ উইকেটে ৩৪৪ রান করে জিম্বাবোয়ে (Zimbabwe)। এবার ইংল্যান্ডও টি-২০ ম্যাচে ৩০০ রান করল। এই ইনিংসে ৪৮ বার বাউন্ডারি, ওভার-বাউন্ডারি মারেন ইংল্যান্ডের ব্যাটাররা। যা কোনও আন্তর্জাতিক টি-২০ ম্যাচে দ্বিতীয় সর্বাধিক। গাম্বিয়ার বিরুদ্ধে ম্যাচে ৫৭ বার বাউন্ডারি, ওভার-বাউন্ডারি মারেন ইংল্যান্ডের ব্যাটাররা।
সল্টের বিধ্বংসী শতরান
ইংল্যান্ডের ওপেনার সল্ট ৬০ বলে ১৪১ রান করে অপরাজিত থাকেন। তিনি ১৫টি বাউন্ডারি ও ৮টি ওভার-বাউন্ডারি মারেন। অপর ওপেনার বাটলার ৩০ বলে ৮৩ রান করেন। তিনি ৮টি বাউন্ডারি ও ৭টি ওভার-বাউন্ডারি মারেন। ২১ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন ব্রুক। তিনি পাঁচটি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি মারেন। ১৪ বলে ২৬ রান করেন জ্যাকব বেথেল (Jacob Bethell)। তিনি দু'টি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি মারেন।
১৪৬ রানে জয় ইংল্যান্ডের
রেকর্ড রান তাড়া করতে নেমে ১৬.১ ওভারে ১৫৮ রানে অলআউট হয়ে গেল দক্ষিণ আফ্রিকা। ২০ বলে ৪১ রান করেন মারক্রাম। ৩ ওভার বোলিং করে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন জোফ্রা আর্চার (Jofra Archer)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


