RR vs GT Live Updates: জয়পুরে বাস্তবেই ধুন্ধুমার ক্রিকেট। মুখোমুখি হয়েছিল রাজস্থান বনাম গুজরাত (RR vs GT)।
RR vs GT Live Updates: আইপিএল-এর (IPL 2025) হাইভোল্টেজ ম্যাচে সোমবার, জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস বনাম গুজরাত টাইটান্স (Rajasthan Royals vs Gujarat Titans)। আর সেই ম্যাচেই কার্যত, ঝড় তুললেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। তাঁর ব্যাট থেকে এদিন চার-ছক্কার ফুলঝুড়ি ছুটল। মাত্র ১৪ বছর বয়সেই, উপহার দিলেন অসাধারণ একটি ইনিংস (। আর আইপিএল-এর (IPL 2025 Live Score) ইতিহাসে অন্যতম সেরা ইনিংস বলছেন বিশেষজ্ঞরা।
সেই ম্যাচেই ৮ উইকেটে জয় পেল রাজস্থান রয়্যালস (RR)।
সবথেকে বড় বিষয়, এটি আইপিএল-এর (IPL News) ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরান। মাত্র ৩৫ বলে ১০০ রান করেছেন বৈভব। সেই তালিকায় তাঁর আগে একমাত্র রয়েছেন ক্রিস গেইল। তিনি ৩০ বলে শতরান করেছিলেন। আর সোমবার, বৈভব খেললেন সেইরকমই একটি অবিস্মরণীয় ইনিংস। একের পর এক বলে বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি হাঁকাতে থাকেন তিনি। কোনও বোলার দিয়েই তাঁকে রুখতে পারছিল না গুজরাত। কখনও কভার ড্রাইভ, তো কখনও আবার ক্রিজ থেকে বেরিয়ে এসে তুলে তুলে ছয়।
তাঁর একেকটি শটে বল গিয়ে পড়ছিল গ্যালারিতে। আর সেইসঙ্গে তিনি যেন বুঝিয়ে দিলেন, রাহুল দ্রাবিড়ের আদর্শ ছাত্র তিনি। একটা সময় বিহারের হয়ে রঞ্জি খেলতেন। আর এবার সুযোগ পেয়েছেন আইপিএলে। সেই মঞ্চে নেমেই নিজেকে প্রমাণ করলেন। ২২ গজে চার-ছক্কার ফোয়ারা ছোটালেন তরুণ বৈভব। কার্যত, ধুন্ধুমার ব্যাটিং রাজস্থানের জার্সিতে।
তবে খারাপ খেলেনি গুজরাতও। এদিন টসে জিতে বোলিং নেয় রাজস্থান। আর ব্যাট করতে নেমে শুরু থেকেই দাপুটে ব্যাটিং শুরু করে গুজরাত (RR vs GT 2025 Live Score)। দলের ওপেনার সাই সুদর্শন করেন ৩৯ রান। তবে এদিন জয়পুরের মাটিতে কার্যত, মন জয় করে নিলেন গুজরাত অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। ক্রিকেটপ্রেমীরা আবারও মুগ্ধ তাঁর অসাধারণ ইনিংসে। উপহার দিলেন ৫০ বলে ৮৪ রান (RR vs GT 2025 Highlights)।

তবে তিনি একা নন। জস বাটলারও দুর্দান্ত খেলেন এদিন। তাঁর সংগ্রহে ২৬ বলে ৫০ রানের অনবদ্য ইনিংস। তিনি শেষ অবধি অপরাজিত ছিলেন। বলা চলে, এদিন ওপেনিং থেকে মিডল অর্ডার, সবক্ষেত্রেই বাজিমাত করে টাইটান্সরা (IPL 2025 Points Table)।
অন্যদিকে, শেষদিকে নেমে ওয়াশিংটন সুন্দর করেন ১৩ রান, রাহুল তেওয়াটিয়ার ঝুলিতে ৯ এবং শাহরুখ খান ৫ রান যোগ করেন স্কোরবোর্ডে। শেষপর্যন্ত, নির্ধারিত ২০ ওভারে, ৪ উইকেট হারিয়ে ২০৯ রান তোলে গুজরাত টাইটান্স। এদিনের ম্যাচে আবারও গুজরাতের দলগত পারফরম্যান্স দেখা গেল (RR vs GT Live Update)।
অপরদিকে হতশ্রী বোলিং করেন রাজস্থান বোলাররা। সবথেকে বেশি রান দেন জোফ্রা আর্চার। তিনি ৪৯ রান দিয়ে পেয়েছেন মাত্র ১টি উইকেট। তবে মাহিশ থিকশানার সংগ্রহে ২টি উইকেট এবং ১টি উইকেট নেন সন্দীপ শর্মা (RR vs GT Live Score)।

জবাবে ব্যাট করতে নেমেই তাণ্ডব শুরু করেন তরুণ বৈভব। তাঁর নামের পাশে রয়েছে ৭টি চার এবং ১১টি ছয়। খেলেন ৩৮ বলে ১০১ রানের বিধ্বংসী ইনিংস। আর তাঁকে যোগ্য সঙ্গত করেন যান যশস্বী জয়সওয়াল। তাঁর সংগ্রহে ৪০ বলে ৭০ রান। অধিনায়ক রিয়ান পরাগ অপরাজিত থাকেন ১৫ বলে ৩২ করে।
তবে আসল কাজটি এদিন করে দিয়েছিলেন বৈভব সূর্যবংশী একাই। তাঁর বিধ্বংসী ব্যাটিং-এর জেরেই হেরে কুপোকাত গুজরাত। তাঁকে বিপক্ষ দলের ক্রিকেটাররাও অভিবাদন জানান। এমনকি, মাঠ ছাড়ার সময় তাঁকে গোটা গ্যালারি উঠে দাঁড়িয়ে অভিনন্দন জানায়। শুধু তাই নয়, রাজস্থান ডাগ আউটের প্রত্যেকে তখন দাঁড়িয়ে তরুণ বৈভবকে কুর্নিশ জানাচ্ছে।
শেষপর্যন্ত, মাত্র ১৫.৫ ওভারে, ২ উইকেট হারিয়েই ২১২ রান তুলে নেয় রাজস্থান। যেন ২১০ রানের লক্ষ্যমাত্রাকেও হেলায় উড়িয়ে জয়। নেপথ্যে সেই তরুণ ব্যাটার।
রাজস্থান রয়্যালস ৮ উইকেটে এবং ম্যাচের সেরা বৈভব সূর্যবংশী।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

