Shahid Afridi: আবারও বিতর্কিত মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি। ঠিক কী বললেন তিনি?
Shahid Afridi: বিতর্কিত মন্তব্য করাই যেন কাজ হয়ে দাঁড়িয়েছে তাঁর। আবারও বিতর্কিত মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি।
ঠিক কী বলেছেন তিনি?
তাঁর কথায়, “ভারত ক্রিকেট, সাহস ও প্রযুক্তিতে পাকিস্তানের থেকে ১০ বছর পিছিয়ে। ওদের আমাদের প্রতিদ্বন্দ্বী বলা নিজেকেই অপমান করার মতো।" প্রসঙ্গত, এর আগেও একাধিকবার ভারতকে নিয়ে তির্যক মন্তব্য করেছিলেন প্রাক্তন এই পাকিস্তানি ব্যাটার। কিন্তু তাঁর এই মন্তব্য যে কার্যত ভিত্তিহীন, তা কিন্তু বারবার প্রমাণিত হয়েছে।
কারণ, যে কোনও ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতাতে বিগত বেশ কয়েকটি বছর ধরে ভারতের বিরুদ্ধে রীতিমতো লেজেগোবরে অবস্থা হয়েছে পাক ক্রিকেট দলের। সবথেকে বড় বিষয়, ভারতীয় ক্রিকেট দলের পারফরম্যান্স যথেষ্ট নজরকাড়া ছিল। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং, এই তিন বিভাগেই পাকিস্তানকে পিছনে ফেলেছে ভারত।
বলা ভালো, ক্রিকেটীয় স্কিলের দিক দিয়ে ঢের পিছিয়ে আছে পাকিস্তান। বরং, হারতে এবং ধুঁকতে থাকা পাকিস্তানই হয়ত মনে মনে ভয় পায় ভারতের বিরুদ্ধে ২২ গজে নামতে।

এবার আসা যাক সাহসের কথায়। ‘অপারেশন সিঁদুর’-এর পর সাহস নিয়ে বোধহয় পাকিস্তানের আর কথা না বাড়ানোই ভালো। কারণ, যেভাবে পাকিস্তানের মধ্যে থাকা জঙ্গিঘাঁটিগুলি ভারত ধ্বংস করেছে, তারপর উল্টে পাকিস্তানের সেনা কর্তাদের জঙ্গিদের সঙ্গে থাকার ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে।
কার মনে কত সাহস! সেটা তো বোঝাই যাচ্ছে। আর প্রযুক্তির দিক দিয়ে ভারত কোন জায়গায় দাঁড়িয়ে আছে, সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। সেটা মহাকাশ গবেষণা হোক, কিংবা প্রযুক্তির অন্যান্য বিভাগ, ভারত সর্বশ্রেষ্ঠ জায়গাতেই বরাবর থেকেছে। আর সেইজন্যই বিদেশি বিনিয়োগও আসছে প্রচুর।
তাছাড়া আফ্রিদি এমন একজন, যিনি নিজের দেশের সমর্থকদের হাতেই একবার মার খেয়েছিলেন গত ২০১২ সালে।
সেইবার ঠিক কী হয়েছিল?
শাহিদ আফ্রিদির একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছিল কয়েকদিন আগে। সেখানে দেখা যাচ্ছে, তিনি সাধারণ মানুষের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েছেন এবং শারীরিকভাবে আক্রান্ত হচ্ছেন তাদের হাতে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা।
সেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, পাকিস্তানের জনতা আফ্রিদির সঙ্গে ঝামেলা শুরু করে দিয়েছেন এবং তাঁকে মারধর করছেন। যদিও এই ভিডিওটি গত ২০১২ সালের একটি পুরনো ঘটনা। যেটি আবার শিখর ধাওয়ানের প্যারোডি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। সেটি কিন্তু শিখর ধাওয়ানের অফিসিয়াল অ্যাকাউন্ট নয়।
জানা যাচ্ছে, এই ভিডিওটি প্রায় ১৩ বছর পুরনো। সেই সময়, শাহিদ আফ্রিদি ঢাকা থেকে করাচি ফিরছিলেন। কিন্তু করাচি বিমানবন্দরে এক ফ্যান তাঁর উপর হামলা চালায় এবং ঠাসিয়ে একটি চড় মারে। এমন দেশ ভাবুন! নিজের দেশের ক্রিকেটারদেরই সম্মান করতে পারে না।
তবে আফ্রিদির এই মন্তব্যের পর স্বাভাবিকভাবেই ভারতীয় জনগণ জবাব দিতে ছাড়েননি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


