Sri Lanka Wins ODI Series:তৃতীয় একদিনের ম্যাচে বাংলাদেশকে ৯৯ রানে হারিয়ে শ্রীলঙ্কা একদিনের সিরিজটি জিতে নিয়েছে। কুশল মেন্ডিসের সেঞ্চুরির সুবাদে শ্রীলঙ্কা ২৮৭ রান তোলে। যা বাংলাদেশ তূলতেই পারেনি। মাত্র ১৮৬ রানেই গুটিয়ে যায় টাইগার্সদের ইনিংস।
Sri Lanka Wins ODI Series: একদিনের সিরিজের তৃতীয় ম্যাচে, বাংলাদেশকে ৯৯ রানে পরাজিত করে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে কুশল মেন্ডিসের সেঞ্চুরির সুবাদে ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ২৮৭ রান করে শ্রীলঙ্কা। জবাবে বাংলাদেশ ৩৯.৪ ওভারে ১৮৬ রানেই অলআউট হয়ে যায়। সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা জিতলেও দ্বিতীয় ম্যাচে জয় পায় বাংলাদেশ।
তাই তৃতীয় ম্যাচটি ছিল সিরিজের নির্ণায়ক ম্যাচ
২৮৭ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরু থেকেই ঝড় তোলে শ্রীলঙ্কান বোলাররা। স্কোরবোর্ডে ১৯ রান যোগ হতেই ওপেনার তানজিদ হাসান তামিমকে (১৩ বলে ১৭) আউট করেন আসিথা ফার্নান্দো। এরপরই নাজমুল হোসেন শান্ত রান না করেই প্যাভিলিয়নে ফেরেন। তৃতীয় উইকেটে পারভেজ হোসেন এবং তৌহিদ হৃদয় জুটি গড়ে বাংলাদেশকে ৫০ রানের গণ্ডি পেরোতে সাহায্য করেন।
তবে বাংলাদেশের রান যখন ৬২, তখনই পারভেজ হোসেনকে ২৮ রানে প্যভিলিয়নে ফিরিয়ে দেন দুনিথ ওয়েলালাগে
অধিনায়ক মেহেদি হাসান মিরাজ (২৮) এবং হৃদয় মিলে বাংলাদেশকে ১৩.৩ ওভারে ১০৫ রানে নিয়ে যান। কিন্তু মেহেদি হাসানকে ফিরিয়ে দিয়ে আবারও বাংলাদেশকে চাপে ফেলে দেন শ্রীলঙ্কার বোলার দুনিথ ওয়েলালাগে। এরপর ব্যাট করতে নামা শামিম হোসেন (১২) তাড়াতাড়িই আউট হয়ে গেলেও জাকের আলি এবং হৃদয় মিলে বাংলাদেশকে ১৫০ রানের বেড়া টপকে দেন।
তবে হৃদয়কে (৫১) আউট করার পর আর মাত্র ৩৩ রান যোগ করতে পারে বাংলাদেশ। মানে বাকিরা ব্যর্থ! লঙ্কা বাহিনীর হয়ে আসিথা ফার্নান্দো এবং চামিরা তিনটি করে উইকেট নেন। অন্যদিকে, ওয়েলালাগে এবং হাসারাঙ্গা দুটি করে উইকেট পান।
এর আগে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কার হয়ে কুশল মেন্ডিস (১১৪ বলে ১২৪) সেঞ্চুরি করেন। অধিনায়ক চরিত আসালঙ্কা (৬৮ বলে ৫৮) করেন অর্ধশতরান। মাত্র ১০০ রানে ৩ উইকেট পড়ে গেলেও, ক্রিজে পড়ে থেকেও এই দুজন ব্যাটার চতুর্থ উইকেটে ১২৪ রানের জুটি গড়ে বড় স্কোরের দিকে নিয়ে যান দলকে।
একদিনের সিরিজের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও মুখোমুখি হবে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা। আগামী বৃহস্পতিবার রয়েছে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


