- Home
- West Bengal
- West Bengal News
- দীপাবলির আগেই আশাকর্মীদের জন্য বড় উপহার মমতা বন্দ্যোপাধ্যায়ের, ব্যাঙ্কে ঢুকল মোবাইল কেনার টাকা
দীপাবলির আগেই আশাকর্মীদের জন্য বড় উপহার মমতা বন্দ্যোপাধ্যায়ের, ব্যাঙ্কে ঢুকল মোবাইল কেনার টাকা
Mamata Banerjee On Anganwadi Workers: আলোর উৎসবের আগেই মুখে হাসি ফুটল আশাকর্মীদের। পশ্চিমবঙ্গের সমস্ত আশাকর্মীদের জন্য বড় উপহার মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

আশাকর্মীদের জন্য সুখবর
দীপাবলির আগেই আশাকর্মীদের জন্য রয়েছে দারুন সুখবর। পূর্ব প্রতিশ্রুতি মতো এবার মোবাইল ফোন কেনার জন্য আশা কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল টাকা। সেই সঙ্গে বৃহস্পতিবার তাদের চিঠি দিয়ে শুভেচ্ছাও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কত টাকা ঢুকল অ্যাকাউন্টে?
সূত্রের খবর, আশাকর্মীদের স্মার্টফোন কেনার জন্য আগেই টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজোর সময় সেই টাকা না মিললেও কালীপুজোর আগেই দশ হাজার টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল আশাকর্মীদের।
কী কারণে এই স্মার্টফোন প্রদান?
এই বিষয়ে রাজ্য সরকারে তরফে জানানো হয়েছে যে, দিনরাত অক্লান্ত পরিশ্রম করে আশা কর্মীরা যেভাবে সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে চলেছেন তাতে তাদের কাজকে কুর্নিশ জানিয়ে- সুষ্ঠু কাজ ও উন্নত পরিষেবা প্রদানের জন্য সকল আশাকর্মীদের স্মার্টফোন কেনার জন্য এই উপহার দেওয়া হলো।
কী বলছেন মুখ্যমন্ত্রী?
এদিন আশাকর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ হাজার টাকা দেওয়ার পাশাপাশি তাদের শুভেচ্ছা বার্তা জানিয়ে একটি চিঠিও দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি লেখেন, ‘’আমাদের এই প্রয়াস আপনাদের প্রতিদিনের কর্মযজ্ঞে নতুন উদ্দীপনা যোগাবে এবং শিশু ও মাতৃকল্যাণে আরও অগ্রগতি আনবে- এই আশা রাখি। আমি সব সময় আপনাদের পাশে আছি।''
সরকারি পদক্ষেপে উচ্ছ্বসিত আশাকর্মীরা
জানা গিয়েছে, চলতি বছরের শুরুতে অর্থ বাজেটে রাজ্যের অর্থ দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেছিলেন যে, বাংলার আশা কর্মীদের কাজের সুবিধার জন্য স্মার্টফোন দেওয়া হবে। সেইমতো ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। অবশেষে সেই টাকায় ঢুকল অঙ্গনওয়াড়ি কর্মীদের অ্যাকাউন্টে।

