Virender Sehwag-Aarti Sehwag: আরতি সেহওয়াগের সঙ্গে বীরেন্দ্র সেহওয়াগের বিবাহবিচ্ছেদ নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। এরই মধ্যে দীপাবলিতে (Diwali 2025) সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
KNOW
Virender Sehwag Diwali 2025 Post: মা আছেন, দুই সন্তান বেদান্ত (Vedant Sehwag) ও আর্যবীর (Aaryavir Sehwag) সেহওয়াগ আছেন। কিন্তু দীপাবলি উপলক্ষে বীরেন্দ্র সেহওয়াগ সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছেন, সেখানে কোথাও নেই স্ত্রী আরতি সেহওয়াগ (Aarti Sehwag)। গত কয়েক মাস ধরেই তাঁদের বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা চলছে। সোশ্যাল মিডিয়া পোস্টে সেহওয়াগ লিখেছেন, 'আপনারা যেখানেই যান না কেন, সেখানেই স্ফুলিঙ্গ ছড়িয়ে যান। শুভ দীপাবলি।' কোনও বিতর্কিত কথা লেখেননি এই প্রাক্তন ক্রিকেটার। সহজ, সাধারণ পোস্টই করেছেন। কিন্তু ছবিতে আরতি না থাকাতেই সেহওয়াগের পোস্ট নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলতে শুরু করেছেন, এই দম্পতির বিবাহবিচ্ছেদ আসন্ন। বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়ে গেলেও, বেদান্ত ও আর্যবীর হয়তো বাবার কাছেই থাকবেন।
আলাদা থাকছেন সেহওয়াগ দম্পতি
২০২৪ সালের দীপাবলির সময়ও সেহওয়াগ সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছিলেন, সেখানে কোথাও ছিলেন না আরতি। এবারও একই ঘটনা দেখা গেল। গত বছর থেকেই তাঁদের বিচ্ছেদ নিয়ে জল্পনা চলছে। ২০০৪ সালে তাঁদের বিয়ে হয়। বিয়ের ২০ বছর পর তাঁরা আলাদা থাকতে শুরু করেছেন। এই দম্পতি ইনস্টাগ্রামে একে অপরকে আগেই আনফলো করেছেন। এখন কার্যত তাঁদের মধ্যে কোনও সম্পর্ক নেই। তবে ঠিক কী কারণে তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হল, সে বিষয়ে কিছু জানা যায়নি।
কবে থেকে সম্পর্কে ফাটল?
চলতি বছরের শুরুতে পালাক্কাড়ের বিশ্ব নাগয়ক্ষী মন্দিরে গিয়েছিলেন সেহওয়াগ। এই ভ্রমণের ছবিগুলি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। কোনও ছবিতেই আরতিকে দেখা যায়নি। এই ঘটনার আগে থাকতেই এই দম্পতির সম্পর্ক তলানিতে ঠেকেছে বলে জল্পনা চলছে। তাঁরা প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। কিন্তু ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করা এবং সেহওয়াগের সাম্প্রতিক কোনও পোস্টেই আরতির না থাকা তাঁদের সম্পর্কের অবনতির প্রমাণ দিচ্ছে। তবে কবে তাঁদের বিবাহবিচ্ছেদ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


