Durand Cup 2025: ডুরান্ড কাপের ইতিহাসে অন্যতম সফল ক্লাব ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। তবে কলকাতায় এখনও পর্যন্ত একবারও এই টুর্নামেন্ট জিততে পারেনি লাল-হলুদ ব্রিগেড। এবার সেই লক্ষ্যে অস্কার ব্রুজোঁর দল (Oscar Bruzon) দল।
KNOW
East Bengal FC vs Namdhari FC: এবারের ডুরান্ড কাপের (Durand Cup 2025) নিয়ম অনুযায়ী, কোয়ার্টার-ফাইনালের যোগ্যতা অর্জন করতে হলে গ্রুপের শীর্ষে থাকতেই হবে। সেই লক্ষ্যে বুধবার গ্রুপ এ-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামধারী এফসি-র (Namdhari FC) বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। এবারের ডুরান্ড কাপের প্রথম ম্যাচে সাউথ ইউনাইটেড এফসি-কে (South United FC) ৫-০ উড়িয়ে দেয় অস্কার ব্রুজোঁর (Oscar Bruzon) দল। বুধবার ইস্টবেঙ্গল যখন দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে, তখন নিজেদের তৃতীয় তথা গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামছে নামধারী এফসি। ভারতীয় ফুটবলে নবাগত এই দল ইন্ডিয়ান এয়ারফোর্স ফুটবল টিম (Indian Air Force FT) ও সাউথ ইউনাইটেড এফসি-কে হারিয়ে ২ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে আপাতত গ্রুপের শীর্ষে। ফলে গ্রুপের শীর্ষে যেতে হলে নামধারী এফসি-র বিরুদ্ধে ইস্টবেঙ্গলকে জয় পেতেই হবে।
নতুূন বিদেশিদের পেয়ে উজ্জীবিত লাল-হলুদ শিবির
এবারের ডুরান্ড কাপে নিজেদের প্রথম ম্যাচের পর বেশ কিছুদিন বিশ্রাম পেয়েছে ইস্টবেঙ্গল দল। এরই মধ্যে দলে যোগ দিয়েছেন নতুন বিদেশি ফুটবলার হামিদ আহাদাদ (Hamid Ahadad), মিগুয়েল ফিগুইরা (Miguel Figueira) ও কেভিন সিবিলি (Kevin Sibille)। ফুটবলারদের তরতাজা রাখতে এবং দলগত সংহতি বাড়াতে একসঙ্গে নৈশভোজ, অনুশীলন ম্যাচ-সহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। বুধবারের ম্যাচে সেসবের সুফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। প্রথম ম্যাচে গোল করেছিলেন লালচুংনুঙ্গা (Lalchungnunga), সল ক্রেসপো (Saul Crespo), বিপীন সিং (Bipin Singh), দিমিত্রিওস দিয়ামান্তাকস (Dimitrios Diamantakos) ও নাওরেম মহেশ সিং (Naorem Mahesh Singh)। দ্বিতীয় ম্যাচেও তাঁদের কাছ থেকে ভালো পারফরম্যান্সের আশায় দল।
নামধারী এফসি-কে গুরুত্ব দিচ্ছেন অস্কার
ডুরান্ড কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে অস্কার বলেছেন, ‘আমরা একটা করে ম্যাচ ধরে এগোচ্ছি। নামধারী এখন পয়েন্ট তালিকায় আমাদের চেয়ে এগিয়ে। ওদের হারানো কঠিন হবে। আমাদের মাটিতে পা রেখে চলতে হবে। আমরা যদি কালকের ম্যাচ জিতি, তাহলে নক-আউটের যোগ্যতা অর্জন করব।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


