সংক্ষিপ্ত

East Bengal FC: এবারের আইএসএল-এও (Indian Super League) সাফল্য পায়নি ইস্টবেঙ্গল (East Bengal)। কয়েকদিন পরেই শুরু হচ্ছে সুপার কাপ (Super Cup 2025)। তার আগে লাল-হলুদ শিবিরে অশান্তি অব্যাহত।

Cleiton Silva East Bengal: রবিবারের পর মঙ্গলবার, ফের ক্লেইটন সিলভাকে (Cleiton Silva) নিয়ে ইস্টবেঙ্গলে (East Bengal) অশান্তি। পয়লা বৈশাখের দিনেও এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে নিয়ে অস্বস্তিতে লাল-হলুদ শিবির। নতুন বছরের শুরুটা হল অশান্তির মধ্যে দিয়ে। এদিন নিজেদের ক্লাবের মাঠে অনুশীলন করেন ইস্টবেঙ্গলের সিনিয়র পুরুষ দলের ফুটবলাররা। প্রধান কোচ অস্কার ব্রুঁজো-সহ সাপোর্ট স্টাফ ও ফুটবলাররা ছিলেন। বারপুজো ও অনুশীলন দেখতে অনেক সমর্থক হাজির হন। প্রাক্তন ফুটবলাররাও ইস্টবেঙ্গল তাঁবুতে ছিলেন। এরই মধ্যে অশান্তিতে জড়ালেন ক্লেইটন। তিনি বারবার কোচের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ছেন। এটা দলগত সংহতির পক্ষে একেবারেই ভালো বিষয় নয়। কয়েকদিন পরেই নক-আউট টুর্নামেন্ট সুপার কাপের প্রথম ম্যাচে খেলতে নামছে গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। তার আগে ক্লেইটনকে নিয়ে সমস্যা বাড়ছে।

মঙ্গলবার ঠিক কী হয়েছিল?

পয়লা বৈশাখ দলের সবার সঙ্গেই অনুশীলনে নামেন ক্লেইটন। অনুশীলন চলাকালীন তাঁকে কিছু বলেন সিটিও অময় ঘোষাল। এরপরেই উত্তেজিত হয়ে ওঠেন ক্লেইটন। এরপর তাঁর সঙ্গে এক সহকারী কোচেরও কথা কাটাকাটি হয়। ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে শান্ত করার চেষ্টা করেন সতীর্থ দেবজিৎ ঘোষ, সৌভিক চক্রবর্তী। কিন্তু রাগ করে মাঠ ছেড়ে বেরিয়ে যান ক্লেইটন। ফলে নববর্ষের প্রথম দিন লাল-হলুদ অনুশীলনে তাল কেটে যায়।

কর্মকর্তাদের ভূমিকা কী?

ইস্টবেঙ্গলে অতীতে একাধিকবার কোচের সঙ্গে ফুটবলারদের ঝামেলা হয়েছে। ২০০৫ সালে তৎকালীন কোচ ফিলিপ ডিরাইডারের সঙ্গে নাইজেরিয়ান স্ট্রাইকার মাইক ওকোরোর ঝামেলা হয়েছিল। ২০০৮ সালে ব্রাজিলিয়ান স্ট্রাইকার এডমিলসন অনুশীলন চলাকালীন মেজাজ হারিয়ে জার্সি মাটিতে ছুড়ে ফেলে দিয়ে চলে যান। ওকোরো ও এডমিলসনকে ইস্টবেঙ্গল ছাড়তে হয়েছিল। ট্রেভর জেমস মর্গ্যান কোচ থাকাকালীন অনুশীলনে ডিফেন্ডার গুরবিন্দর সিংয়ের সঙ্গে অস্ট্রেলিয়ান স্ট্রাইকার টোলগে ওজবের মারপিট হয়। এবার ক্লেইটনের বারবার বচসায় জড়িয়ে পড়াকে অবশ্য তেমন গুরুত্ব দিচ্ছেন না ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। তাঁর দাবি, কোচের সঙ্গে ফুটবলারের চ্যালেঞ্জ থাকা দলের পক্ষে ভালো।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।