East Bengal Super Cup 2025: আইএসএল (ISL) পর্ব এখন অতীত। সামনে লক্ষ্য সুপার কাপ (Super Cup 2025)।

East Bengal Super Cup 2025: ইস্টবেঙ্গল (East Bengal) ফিরল অনুশীলনে। আসন্ন সুপার কাপের প্রস্তুতি শুরু করে দিল লাল হলুদ ব্রিগেড। সবথেকে বড় বিষয়, প্র্যাকটিসে (team practice) নামলেন আনোয়ার আলি। তারপরে দাঁড়িয়েও যেন অনিশ্চয়তার কালো মেঘ। কারণ, তিনি যে সুপার কাপ (Super Cup 2025 Update) খেলবেনই, সেই কথা এখনও জোর দিয়ে বলা যাচ্ছে না (East Bengal News)।

তবে সবথেকে বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে, প্রথম দিনের অনুশীলনে রিচার্ড সেলিসের না আসা। জানা যাচ্ছে, তিনি এখনও কলকাতায় পা রাখেননি। তবে হেড কোচ অস্কার ব্রুজো জানিয়ে দিলেন, শনিবারই অনুশীলনে যোগ দিতে চলেছেন সেলিস। আপাতত পাঁচজন বিদেশি নিয়েই প্রস্তুতি শুরু করেছে ইস্টবেঙ্গল (East Bengal Latest Update)।

অন্যদিকে, প্রায় প্রত্যেক ভারতীয় ফুটবলারই (Indian Footballers) অনুশীলনে উপস্থিত ছিলেন। শুরুর দিকের প্রথম ৩০ মিনিট অবশ্য শারীরিক কসরত করেই কাটালেন দলের ফুটবলাররা। বেশ অ্যাক্টিভ মোডেই ছিলেন দিমিত্রিয়স দিয়ামান্তাকোস এবং নাওরেম মহেশ সিংরা।

শেষদিকে বল নিয়ে হালকা অনুশীলন করান অস্কার। সেইসঙ্গে, নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেললেন সউল ক্রেসপোরা। তবে বল পায়ে অনুশীলন করেছেন আনোয়ার আলিও। কিন্তু চিন্তার বিষয় হচ্ছে যে, সুপার কাপে শুরু থেকে তিনি আদৌ খেলতে পারবেন কি না তা এখনও পরিষ্কার নয়। বলা চলে, পুরো বিষয়টিই চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। তবে তাঁর সঙ্গে এখন শোনা যাচ্ছে নন্দও অনিশ্চিত।

এদিকে অনুশীলন ইস্টবেঙ্গল কোচের কথায়, “হাতে এখনও প্রায় ২ সপ্তাহ সময় আছে। তাই আমরা আশাবাদী যে আনোয়ার এবং নন্দ দুজনকেই পাবো এবং পুরোদমে তারা অনুশীলন করবে। সেক্ষেত্রে ওদের খেলা নিয়ে আর দুশ্চিন্তা থাকবে বলে মনে হয় না।।”

ফলে, তাদের দুজনকে নিয়ে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যথেষ্ট আশাবাদী। আর সেইসঙ্গে, সেলিস কলকাতা চলে এলে দল আরও একটু শক্তিশালী হবে বলেই বিশ্বাস বিশেষজ্ঞদের।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।