মোহনবাগানে মানেই যেন ঘিরে থাকে একাধিক স্বপ্ন।

আইএসএল লিগ শিল্ড-এর (Indian Super League Shield) শিরোপা আগেই জিতে নিয়েছিল সবুজ মেরুন ব্রিগেড। আর শনিবার, ঘরের মাঠে এফসি গোয়াকে ২-০ গোলে উড়িয়ে দিয়ে প্রতিযোগিতার শেষ ম্যাচটিকেও স্মরণীয় করে রাখল মোহনবাগান (Mohun Bagan)। সেই ম্যাচ জিতেই লিগ শিল্ড হাতে তুলেছে তারা।

চলতি আইএসএল-এর প্রথম থেকেই কার্যত অপ্রতিরোধ্য ছিল মোহনবাগান। আর এই মরশুমেই একাধিক নজিরও গড়ে ফেলেছে মোলিনার ছেলেরা। মোহনবাগান এমন একটি দল, যারা টানা দুবার লিগ শিল্ড জিতল। এর আগে কোনও ক্লাব টানা দুবার লিগ শিল্ড জিততে পারেনি। সেইসঙ্গে, দেশের প্রথম ক্লাব হিসেবে টানা তিনবার আইএসএল ট্রফি জিতল সবুজ মেরুন ব্রিগেড। এমন কৃতিত্ব কিন্তু আর কোনও ক্লাবেরই নেই।

এবারের মতো গতবারও লিগ শিল্ড জেতে মোহনবাগান। আর তার আগে ২০২২-২৩ মরশুমে আইএসএল ট্রফি জয়। শুধু তাই নয়, চলতি প্রতিযোগিতায় মোট ৬২৬ মিনিট কোনও গোল খায়নি সবুজ মেরুন ব্রিগেড। অন্যদিকে, সর্বাধিক ম্যাচ জয়ের রেকর্ড এবার তাদের দখলেই। চলতি আইএসএলে মোট ১৭টি ম্যাচ জিতেছে মোহনবাগান। পরিসংখ্যান বলছে, আগে কোনও ক্লাব একটি মরশুমে আইএসএল-এর এত ম্যাচ জিততে পারেনি।

সর্বাধিক ২৪টি ম্যাচ খেলে মোহনবাগানের এবার সংগ্রহ মোট ৫৬ পয়েন্ট। এর আগে কোনও ক্লাব আইএসএলে এত পয়েন্ট পায়নি। এমনকি, সবচেয়ে বেশি জয় ঘরের মাঠে পেয়েছে মোহনবাগান। ঘরের মাঠে ১২টি ম্যাচের মধ্যে ১১টিতেই জয় পেয়েছে মোহনবাগান। এর আগে কোনও ক্লাব ঘরের মাঠে এত বেশি ম্যাচ জিততে পারেনি।

ফলে, চলতি আইএসএলে লিগ শিল্ড জেতার পাশাপাশি একাধিক রেকর্ড নিজেদের নামের পাশে লিখিয়ে ফেলেছে মোহনবাগান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।