সংক্ষিপ্ত
আইএলএল-এর পর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবল টুর্নামেন্ট হয়ে উঠেছে সুপার কাপ। এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হলে এএফসি টুর্নামেন্টে খেলার ছাড়পত্র পাওয়া যায়।
এবারও সুপার কাপ হতে চলেছে ওড়িশার ভুবনেশ্বরে। বুধবার এই ঘোষণা করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ভুবনেশ্বেরের কলিঙ্গ স্টেডিয়ামে সুপার কাপের ম্যাচগুলি হবে। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নক-আউট টুর্নামেন্ট হিসেবে দেখা হচ্ছে সুপার কাপকে। এই টুর্নামেন্টে এবার গ্রুপ লিগ পর্যায় থাকছে না। এবার নক-আউট ফর্ম্যাটে সুপার কাপ হবে। দেশের সেরা ১৬টি ক্লাব সুপার কাপে যোগ দেবে। গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, রানার্স ওড়িশা এফসি-সহ আইএসএল-এর ১৩টি দল সুপার কাপে খেলবে। এছাড়া আই লিগ প্রথম ডিভিশনের সেরা তিনটি দলও সুপার কাপে যোগ দেবে। এবার সুপার কাপের পঞ্চম সংস্করণ হতে চলেছে। এই টুর্নামেন্টে যে দল চ্যাম্পিয়ন হবে তারা ২০২৫-২০২৬ মরসুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ প্লেঅফে খেলার যোগ্যতা অর্জন করবে। গতবার কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ প্লেঅফে খেলে ইস্টবেঙ্গল। তবে সেই ম্যাচে হেরে যাওয়ার পর এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার সুযোগ পায় লাল-হলুদ ব্রিগেড।
পূর্ণাঙ্গ সূচি ঘোষণা কবে?
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে সুপার কাপ শুরুর দিন ঘোষণা করা হলেও, এখনও পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হয়নি। আইএসএল-এ লিগ পর্যায়ের সব ম্যাচ শেষ হওয়ার পর ১৩টি দলের অবস্থান দেখার পরেই হয়তো সুপার কাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হবে। নক-আউট ফর্ম্যাটে সুপার কাপ হওয়ায় যে দলগুলি আইএসএল-এ পয়েন্ট তালিকায় উপরের দিকে থাকবে তারা শুরুতে সহজ প্রতিপক্ষ পাবে।
সুপার কাপে কলকাতা ডার্বি হবে?
২০২৪ সালে কলিঙ্গ সুপার কাপে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট একই গ্রুপে ছিল। কলকাতা ডার্বিতে জয় পায় ইস্টবেঙ্গল। এবার সুপার কাপে কলকাতার তৃতীয় প্রধান মহামেডান স্পোর্টিং ক্লাবও থাকছে। ফলে সুপার কাপে কলকাতা ডার্বি হতে পারে। পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত হলে তারপরেই বিষয়টি স্পষ্ট হবে। কলকাতার ফুটবলপ্রেমীরা এখন থেকেই সুপার কাপ নিয়ে আগ্রহী হয়ে উঠছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।