১৯১১ আইএফএ শিল্ড ফাইনাল। ইংল্যান্ডের ইস্ট ইর্য়কশায়ারের বিরুদ্ধে মোহনবাগানের সেই ম্যাচ শুধু খেলা নয়, ছিল সংগ্রাম। ২-১ গোলে ম্যাচ জিতে ইতিহাস গড়েছিল শিবদাস ভাদুড়ি ও অভিলাষ ঘোষেরা। 'এগারো' সিনেমার ছবির মাধ্যমে ফিরে দেখা সেই গর্বের ইতিহাস।
মার্কিন মুলুকেও পালিত হল ঐতিহাসিক মোহনবাগান দিবস। নিউ ইয়র্কের বিখ্যাত টাইম স্কোয়্যারের ন্যাশডাক বিলবোর্ডের রং হল সবুজ মেরুণ। সম্মান জানানো হল শতাব্দী প্রাচীন ক্লাবের গর্বের ইতিহাসকে।