Clutch Chess Showdown 2025: ক্লাচ চেস শোডাউন ২০২৫-এ খেলছেন বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু ডি গুকেশ (D Gukesh)। তিনি মার্কিন দাবাড়ু হিরাকু নাকামুরাকে (Hikaru Nakamura) হারিয়ে জবাব দিলেন।

DID YOU
KNOW
?
ডি গুকেশের বদলা
মার্কিন দাবাড়ু হিরাকু নাকামুরাকে হারিয়ে অভব্যতার জবাব দিলেন ভারতের দাবাড়ু ডি গুকেশ।

D Gukesh vs Hikaru Nakamura: বুদ্ধির খেলা দাবায় অভদ্র আচরণের জবাব ভদ্রতার মাধ্যমেই দিলেন ভারতের বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু ডি গুকেশ। কিছুদিন আগে তাঁর বিরুদ্ধে এক দাবা ম্যাচে জয় পাওয়ার পর দর্শকদের দিকে ঘোড়া ছুড়ে দেন মার্কিন (USA) দাবাড়ু হিরাকু নাকামুরা। অনেকেই তাঁর এই আচরণকে অখেলোয়াড়োচিত এবং প্রতিপক্ষের প্রতি অপমানজনক আখ্যা দেন। এবার ক্লাচ চেস চ্যাম্পিয়নস শোডাউন ২০২৫-এ নাকামুরাকে হারিয়ে জবাব দিলেন গুকেশ। ১৮ বছর বয়সি এই গ্র্যান্ডমাস্টার নাকামুরার বিরুদ্ধে বদলা নেওয়ার পর শান্ত থাকেন। এক এক করে সব ঘুঁটি নিয়ে বোর্ডে গুছিয়ে রাখেন তিনি। তাঁর এই আচরণ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভদ্রতার মাধ্যমেই নাকামুরাকে জবাব দিলেন গুকেশ। তিনি শুধু ম্যাচ জেতাই নয়, ক্রীড়াপ্রেমীদের মনও জিতে নিলেন।

উত্তেজক লড়াইয়েও ঠান্ডা মাথা গুকেশের

নাকামুরার বিরুদ্ধে গুকেশের এই লড়াই ঘিরে উত্তেজনা তৈরি হয়েছিল। কারণ, গত ম্যাচে এই মার্কিন দাবাড়ু যে আচরণ করেছিলেন, তার পাল্টা গুকেশ যে আচরণ করবেন, সে বিষয়ে সবার আগ্রহ ছিল। কেউ কেউ নাকামুরার আচরণকে সমর্থন করে বলেছিলেন, এই দাবাড়ু খেলায় বাড়তি আকর্ষণ যোগ করেছেন। আবার অনেকেই নাকামুরার আচরণের নিন্দা করেন। ফলে গুকেশ-নাকামুরা ম্যাচের দিকে অনেকের নজর ছিল। শুধু ম্যাচের ফলই নয়, দুই দাবাড়ুর আচরণ নিয়েও আগ্রহ ছিল। ম্যাচ শেষ হওয়ার পর ভদ্র আচরণের মাধ্যমে মন জয় করে নিলেন গুকেশ

Scroll to load tweet…

বিশ্বচ্যাম্পিয়নের মতোই আচরণ গুকেশের

যে ম্যাচের পর নাকামুরা অভব্যতা করেন, সেই সময়ও শান্ত ছিলেন গুকেশ। ১৮ বছর বয়সি এই দাবাড়ু বদলার ম্যাচে মার্কিন প্রতিপক্ষকে হারানোর পরেও শান্তই থাকলেন। গত বছর চিনের দাবাড়ু ডিং লিরেনকে (Ding Liren) হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হন গুকেশ। তিনিই বিশ্বের সর্বকনিষ্ঠ দাবা চ্যাম্পিয়ন। এর আগে বিশ্বের সর্বকনিষ্ঠ দাবা চ্যাম্পিয়ন ছিলেন রাশিয়ার (Russia) কিংবদন্তি দাবাড়ু গ্যারি কাসপরভ (Garry Kasparov)। তাঁর রেকর্ড ভেঙে দিয়েছেন গুকেশ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।