Swimming Championship: সাঁতারের একটি অন্যতম ইভেন্ট হল আন্ডার ওয়াটার স্পোর্টস। যার পোশাকি নাম হল ফিন সুইমিং। সেই ইভেন্টে সিনিয়র বিভাগে গত চারবারের জাতীয় চ্যাম্পিয়ন দল বাংলা।
Swimming Championship: একটা সময় ছিল, যখন সুইমিং জগতে রীতিমতো দাপট দেখিয়েছেন বাঙালিরা। বিশেষ করে ৮০এবং ৯০ দশকের কথা তো বলতেই হয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই সোনালী অতীত কিছুটা ধূসর (swimming championship 2025)। তবে এইরকম নয় যে, সাঁতারে দেশ পিছিয়ে আছে। কিন্তু বিদেশের মাটিতে ভারতীয় দল নির্বাচিত হলেও, সেখানে বাঙালিদের খুঁজে পাওয়াই যেন দুস্কর। তবে আবারও সেই সোনালী গৌরব ফিরে আসবে বলেই আশা করেন দ্রোণাচার্য সাঁতারু প্রশিক্ষক ডঃ তপন পানিগ্রাহী (underwater sports federation of india)।
কলকাতার লেকটাউন সুইমিং পুলে আয়োজিত হয় চ্যাম্পিয়নশিপের আসর
এক্ষেত্রে বলে রাখা ভালো, সাঁতারের একটি অন্যতম ইভেন্ট হল আন্ডার ওয়াটার স্পোর্টস। যার পোশাকি নাম হল ফিন সুইমিং। সেই ইভেন্টে সিনিয়র বিভাগে গত চারবারের জাতীয় চ্যাম্পিয়ন দল বাংলা। এবার সদ্য সমাপ্ত পঞ্চম রাজ্য ফিন সুইমিং চ্যাম্পিয়নশিপের আসরে এসে এমনটাই জানালেন সাঁতার জগতে একমাত্র বাঙালি দ্রোণাচার্য। গত দুদিন ধরে, কলকাতার লেকটাউন সুইমিং পুলে আয়োজিত হয় চ্যাম্পিয়নশিপের আসর।
জুনিয়র, সিনিয়র এবং মাস্টার্স বিভাগে সারফেস, বাইফিন ও আপনিয়া ক্যাটাগরিতে গোটা পশ্চিমবঙ্গের মোট ১৫টি জেলা থেকে প্রায় ৪৭০ জন অ্যাথলিট অংশ্রগ্রহণ করেন। এই মেগা ইভেন্টে ব্যক্তিগত পদকের নিরিখে মেয়েদের মধ্যে কলকাতার অহেলি সাহা এবং হাওড়ার জয়শ্রী মাহাতো সর্বাধিক তিনটি করে সোনার পদক পেয়েছেন। অহেলির ইভেন্ট ছিল ৫০ মিটার ও ১০০ মিটার সারফেস এবং ৫০ মিটার বাইফিন।
অন্যদিকে, জয়শ্রীর ইভেন্ট ছিল ২০০, ৪০০ এবং ৮০০ মিটার বাইফিন। ছেলেদের মধ্যে হুগলির সম্রাট মিশ্র তিনটি পদক জিতেছেন। যার মধ্যে আবার রয়েছে ১টি সোনা এবং ২টি রূপো। সম্রাটের ইভেন্ট ছিল ১০০ মিটার সারফেস এবং ২০০ ও ৪০০ মিটার বাইফিন। এবার আসা যাক দলগত সাফল্যের কথায়। এক্ষেত্রে পদক জয়ের নিরিখে, উত্তর ২৪ পরগনা জেলা পদক তালিকার কার্যত শীর্ষে রয়েছে।
কাদের দখলে কত পদক?
মোট ২৬৮ পয়েন্ট নিয়ে তাদের সংগ্রহে রয়েছে ৯২টি পদক। তার মধ্যে আছে ২৯টি সোনা, ৩০টি রুপো এবং ৩৩টি ব্রোঞ্জ। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। ১৭১ পয়েন্ট নিয়ে কলকাতার ঝুলিতে ৫৩টি পদক। যার মধ্যে আছে ১৯টি সোনা, ২১টি রুপো এবং ১৩টি ব্রোঞ্জ। অপরদিকে, ৪৩টি পদক নিয়ে তৃতীয় স্থানে রয়েছে হাওড়া। যার মধ্যে ১৫টি সোনা, ১২টি রুপো এবং ১৬টি ব্রোঞ্জ।
![]()
জানা গেছে, সদ্য সমাপ্ত রাজ্য চ্যাম্পিয়নশিপ থেকেই আগামী নভেম্বর মাসেে আয়োজিত হতে চলা জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য বাংলা দল নির্বাচন করা হবে। প্রতিটি বিভাগ থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের বাংলা দলে সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন আন্ডারওয়াটার স্পোর্টস এসোসিয়েশন অফ বেঙ্গলের সেক্রেটারি কঙ্কন পানিগ্রাহী।
তাছাড়া আগামীদিনে, ফিন সুইমারদের স্পোর্টস কোটায় চাকরি পাওয়ার ক্ষেত্রেও রাস্তা অনেক চওড়া হচ্ছে বলেও জানিয়ে দিয়েছেন কঙ্কন। বিশেষ করে, লাইফ সেভিং এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রূপের ক্ষেত্রে ফিন সুইমারদের গ্রহণযোগ্যতা ও প্রাধান্য দিনদিন বৃদ্ধি পাচ্ছে। স্পষ্ট কথায় বলতে গেলে, তাদের আরও বেশি করে গুরুত্ব দেওয়া হচ্ছে।
এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু এবং কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশীষ কুমার। শেষদিন, সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিজিক্যাল এডুকেশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার রাজ্য সভাপতি ডঃ সুদর্শন বিশ্বাস এবং কিংবদন্তি সাঁতারু শচীন নাগের পুত্র অশোক নাগ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
