পুরভোটে ফের বিজেপিকে টেক্কা দিল বামেরা, আনন্দে আত্মহারা আলিমুদ্দিন

পুরভোটে ফের হাসি ফিরল বামেদের (CPIM)। আসন সংখ্যায় চতুর্থ, ঝুলিতে মাত্র একটি পুরসভা। প্রাপ্ত ভোটের শতাংশের হারে দ্বিতীয়। এবার তাতেই বেজায় খুশি বামেরা। পরপর তিনটি পুরভোটেই দ্বিতীয় স্থানে থাকায় রাজ্য রাজনীতিতে বিরোধী পরিসর দখলে আসছে বলেই মনে করছেন বামেরা। অন্যদিকে আবার প্রাপ্ত আসনের নিরিখে বামেদের থেকে বেশি হয়েও নিরাশ কংগ্রেস। কারণ সেনাপতির গড়ে ধস । আর তাতেই খুশির হাওয়া বামেদের। প্রায় এক দশকেরও বেশি সময় ধরে প্রতিবারের ভোটেই বামেদের জনসমর্থনের গ্রাফ ছিল নিম্নমুখী।। গত বিধানসভা ভোটে বামেদের অধঃপতন অনেকটাই হয়েছিল। আসন সংখ্যা হয় শূন্য এবং শতাংশের নিরিখে প্রাপ্ত ভোট নেমে আসে পাঁচ শতাংশে। সংগঠনের হাল ফেরাতে মরিয়া হয়ে ওঠেন  কমরেড নেতারা। একদিকে পক্বকেশী নেতাদের চেয়ার কেড়ে নেওয়ার পাশাপাশি সংগঠনে তাজা রক্তের সঞ্চার ঘটনোর সিদ্ধান্ত নেয় আলিমুদ্দিনের ভোট ম্যানেজাররা।