পলাশ ফুল দিয়ে ভেষজ আবির, রোজগারের পথ দেখাচ্ছে এই ফুল

রোজগারের নতুন দিশা দেখাচ্ছে পলাশ ফুল। পলাশ ফুল দিয়ে তৈরি হচ্ছে ভেষজ আবির। সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয় উদ্যোগে তৈরি হচ্ছে আবির। পুরুলিয়ার পড়ুয়াদের উদ্যোগে তৈরি হচ্ছে এই ভেষজ আবির। দোলের আগে তৈরি হচ্ছে ভেষজ আবির। দোলের আগে বাজারে ভেষজ আবিরের চাহিদাও যথেষ্ট রয়েছে। 
 

/ Updated: Mar 10 2022, 04:50 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

পলাশ ফুলই দিশা দেখাচ্ছে রোজগারের। সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে পলাশ ফুল থেকে তৈরি হচ্ছে ভেষজ আবির। দোলের আগে শেষ মুহূর্তে ভেষজ আবির তৈরিতে ব্যস্ত ছাত্রছাত্রীরা। পলাশ হল পুরুলিয়ার ঐতিহ্য। প্রত্যেক বসন্তেই জেলার প্রতিটি প্রান্তে পলাশের আগুনে ভরে ওঠে। এবার এই পলাশই দিশা দেখাচ্ছে রোজগারের। সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে পলাশ ফুল থেকে আবির তৈরি করেছেন ছাত্রছাত্রীরা। দোল উৎসবের মরসুমে এই ভেষজ আবীরের চাহিদাও রয়েছে যথেষ্ট। বসন্ত কালে পুরুলিয়া সেজে ওঠে পলাশের সাজে। জেলার সব প্রান্তেই দেখা যায় পলাশের বন। আগুন রঙা সেই পলাশ থেকেই এবার স্বনির্ভর হচ্ছেন পুরুলিয়ার কন্যারা। পলাশ ফুলের থেকে আবির তৈরি করে তা বাজারজাত করছেন তারা। সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে পলাশ সহ বিভিন্ন ফুল এবং ফল থেকে আবির তৈরির বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাদের। বৈজ্ঞানিক পদ্ধতিতে এক বিশেষ প্রক্রিয়ায় তৈরি হচ্ছে এই ভেষজ আবির। ভেষজ এই আবিরের যথেষ্ট চাহিদাও রয়েছে।  এপ্রসঙ্গে বিস্তৃত জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রধান ডঃ সুব্রত রাহা।