কলকাতা বন্দরে মাদক উদ্ধার- তৃণমূলের দিকে আঙুল বিজেপি-র

কলকাতা বন্দরে প্রায় ৪০ কিলো মাদক উদ্ধার হয়, গিয়ার বক্সে করে এই মাদক পাচার করা হয়েছিল | এই ঘটনার সঙ্গে তৃণমূলের যোগ বলে অভিযোগ বিজেপি-র , ১৫ সেপ্টেম্বর সাংবাদিক সম্মেলন করেন সুকান্ত মজুমদার | সেখানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আনেন

/ Updated: Sep 15 2022, 05:27 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কলকাতা বন্দরে প্রায় ৪০ কিলো হেরোইন উদ্ধার হয় | গিয়ার বক্সে করে এই হেরোইন পাচার করা হয়েছিল | দুবাই থেকে এই হেরোইন এসেছিল, জানায় ডিআরআই | ডিআরআই- ডিরেক্টরেট অফ রেভেনিউ ইনটেলিজেন্স | এই ঘটনার সঙ্গে তৃণমূলের যোগ বলে অভিযোগ বিজেপি-র | ১৫ সেপ্টেম্বর সাংবাদিক সম্মেলন করেন সুকান্ত মজুমদার | সেখানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আনেন | বিজেপি-র অভিযোগ, মাদক আফগানিস্তান থেকে করাচি যায় | এরপর তা দুবাই বন্দর থেকে জাহাজে চাপিয়ে পাঠানো হয় | বিজেপি-র অভিযোগ, দুবাই থেকে জাহাজে মাদক পৌঁছয় হলদিয়া | হলদিয়ায় কন্টেনার নামিয়ে নেওয়া হয়েছিল, তা আসে কলকাতায় | বিজেপি-র অভিযোগ, এই কন্টেনারে মাদক আছে তা জানা যায় | মাদক পাচারের তদন্তে গুজরাট এটিএস এই হেরোইনের সন্ধান পায় | বিজেপি দাবি করেছে, বিপদ আছে বুঝতে পেরে কন্টেনার রিসিভ হয়নি | এই কন্টেনার যাওয়ার কথা ছিল সরিফুল ইসলাম নামে একজনের কাছে | সন্দেশখালিতে সরিফুল ছোটখাটো বোট এবং নৌকা বানায়, দাবি বিজেপি-র | বিজেপি-র অভিযোগ এই সরিফুলক তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ট | তৃণমূল নেতা শিবুপ্রসাদ হাজরা ও শেখ সাজাহানের সঙ্গে ঘনিষ্ঠতা সরিফুলের | শেখ সাহাজান তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছের বলে দাবি করেছে বিজেপি | মাদক ধরা পড়ার পর থেকে নিখোঁজ সরিফুল ইসলাম, দাবি বিজেপির | গোটা ঘটনার সঙ্গে তৃণমূলের যোগ, দাবি করেছে বিজেপি | স্থানীয় দুই তৃণমূল অঞ্চল সভাপতির সঙ্গে সফিকুলের ঘনিষ্ঠতা