সংক্ষিপ্ত
- অধীরের নিশানায় মুখ্যমন্ত্রী মমতা
- বিস্ফোরক মন্তব্য করলেন তিনি
- মমতাকে নিয়ে এটা কি বললেন অধীর
- রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক
বাংলায় একুশের ভোট যতই এগিয়ে আসছে, ততই তীব্র হচ্ছে রাজনৈতিক আক্রমণ। রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে তীব্র ভাষায় আক্রমণ করলেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী। 'ভোটে জিততে দাউদের সঙ্গেও সমঝোতা করতে পারেন মমতা'। বিস্ফোরক মন্তব্য অধীরের।
আরও পড়ুন-বাড়ির সামনে বাইক রাখা নিয়ে গন্ডগোল, মহিলা সহ এক ব্যক্তিকে মারধরের চাঞ্চল্যকর ভিডিও
রবিবার সন্ধ্যায় নিজের গড় বহরমপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন অধীর চৌধুরী। ''মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের পক্ষে বিপজ্জনক। বিধানসভা ভোটে জেতার জন্য প্রয়োজনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাউদ ইব্রাহিমের সঙ্গেও আন্ডারস্ট্যান্ডিং করতে পারেন''। বিস্ফোরক মন্তব্য করেন অধীর।
আরও পড়ুন-'চালুনি আবার ছুঁচের বিচার, দলে থেকে ব্ল্যাকমেল নয়', রাজীবকে নিশানা করে কটাক্ষ অরূপের
সাংসদ অধীর চৌধুরী আরও বলেন, ''মুখ্যমন্ত্রী পিকের কথা শুনে বাংলাকে শেষ করতে গুরুর সঙ্গে হাত মিলিয়েছেন। এতেও ওনার শান্তি হচ্ছে না ,তাই বিধানসভা ভোটে জেতার জন্য মুখ্যমন্ত্রী বন্দোপাধ্যায় এবার দাউদ ইব্রাহিম থেকে শুরু করে লস্কর জঙ্গী সংগঠন আল-কায়েদার সঙ্গেও আঁতাত করবেন যেন তেন ভাবে''।