- Home
- West Bengal
- Kolkata
- বড় ঘোষণা নবান্নের! কয়েক মাসের মধ্যেই রাজ্যে ৪৪,২০৩ শিক্ষক নিয়োগ! কীভাবে আবেদন? দেখে নিন
বড় ঘোষণা নবান্নের! কয়েক মাসের মধ্যেই রাজ্যে ৪৪,২০৩ শিক্ষক নিয়োগ! কীভাবে আবেদন? দেখে নিন
নবান্নের বড় ঘোষণা। রাজ্যে হতে চলেছে শিক্ষক নিয়োগ। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার জেরে গোটা প্যানেল বাতিল হওয়ার পর ফের রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়া শুরু করছে। এদিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, ৪৪,২০৩ শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে।

সরকারি (Government Job) হোক বা বেসরকারি, বর্তমান সময়ে দাঁড়িয়ে চাকরি জোগাড় করা হাতে চাঁদ পাওয়ার মতো হয়ে গিয়েছে।
ঝুলি ভর্তি ডিগ্রি থাকলেও কাজ জোটাতে পারছেন না বহু যুবক যুবতী। হু হু করে বাড়ছে বেকারত্বের সংখ্যা। এই আবহে সামনে আসছে বড় খবর!
এরই মধ্যে বড় ঘোষণা করলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান রাজ্যে শিক্ষক নিয়োগ হতে চলেছে।
জানা গিয়েছে ৩০ মে-র মতোই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। কিন্তু কোথায় কোথায় নিয়োগ হবে, কবে নিয়োগ হবে?
প্রসঙ্গত, ২০১৬ সালের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার জেরে সুপ্রিম কোর্ট পুরো প্যানেল বাতিল করে দেয়। আর একধাক্কায় প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা চাকরি হারা হয়ে পথে নামেন। সেই রায়ের ভিত্তিতেই এবার নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করছে রাজ্য সরকার।
কত শূন্যপদে, কোথায় নিয়োগ?
মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশে ২৪,২০৫ শূন্যপদের কথা ছিল। তবে এর পাশাপাশি রাজ্য সরকার আরো কিছু নতুন পদ যুক্ত করছে। ফলে মোট ৪৪,২০৩ টি পদে শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগ করা হবে।
এর মধ্যে নবম-দশম শ্রেণীর শিক্ষক হিসেবে থাকবে ২৩,২১০ জন, একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক হিসেবে থাকবে ১২,৫১৪ জন, গ্রুপ সি পদে থাকবে ২৯৮৯ জন এবং গ্রুপ ডি পদে থাকবে ৫৪৮৮ জন।
কবে বিজ্ঞপ্তি প্রকাশ, কবে আবেদন শুরু?
নবান্নের তরফ থেকে এদিন যেমনটা জানানো হয়েছে, এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হবে ৩০ মে-র মধ্যেই। এমনকি অনলাইনে আবেদন শুরু হবে ১৬ জুন থেকে এবং আবেদন চলবে ১৪ জুলাই পর্যন্ত। আর পরীক্ষার ফলাফল প্রকাশ হবে ১৫ নভেম্বরে এবং কাউন্সিলিং শুরু হবে ২০ নভেম্বর থেকে।
মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন আগে নিযুক্ত বহু শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরির বাতিলকে কেন্দ্র করে। সম্প্রতি মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে স্পষ্ট জানিয়েছেন, সরকার চায় না যে, কেউ চাকরি হারাক।
মমতা জানান আমরা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছি। আমরা সংবিধান মেনেই চলছি। আদালতের নির্দেশ অমান্য করলে রাজ্যকে বিপাকে পড়তে হবে।
তিনি আরও জানান, যদি রিভিউতে রায় আমাদের অনুকূলে আসে, তাহলে হয়তো কাউকে চাকরি হারাতে হবে না। কিন্তু তার আগে আদালতের নির্দেশ মেনে চলতে হবে। তাই এই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি।

