'রাজ্যপাল সই না করলে কিছু যায় আসে না, পয়লা বৈশাখই পশ্চিমবঙ্গ দিবস' ঘোষণা মমতার
২০ জুন রাজভবনে পালিত হয়েছিল পশ্চিমবঙ্গ দিবস। ২০ জুন পশ্চিমবঙ্গ দিবসের তীব্র নিন্দা করেছিল রাজ্য সরকার। আজ বিধানসভায় পয়লা বৈশাখ দিনটিকেই পশ্চিমবঙ্গ দিবস গন্য করা হয়। জানিয়ে দিল রাজ্য সরকার।
২০ জুন রাজভবনে পালিত হয়েছিল পশ্চিমবঙ্গ দিবস। ২০ জুন পশ্চিমবঙ্গ দিবসের তীব্র নিন্দা করেছিল রাজ্য সরকার। আজ বিধানসভায় পয়লা বৈশাখ দিনটিকেই পশ্চিমবঙ্গ দিবস গন্য করা হয়। জানিয়ে দিল রাজ্য সরকার। শুভেন্দুর হুশিয়ারি রাজ্যপালকে ঐ বিলে স্বাক্ষর করতে তারা বাধা দেবেন। মমতা বলেন, 'রাজ্যপাল সই না করলে কিছু যায় আসে না। আমরা পয়লা বৈশাখ দিনটিকেই পশ্চিমবঙ্গ দিবস পালন করব। জনগণের সমর্থনে নির্বাচিত হয়ে আমরা সরকারে এসেছি। দেখি কার কত শক্তি বেশি। রাজ্যপালের না জনগণের শক্তি বেশি।'
Read more Articles on