- Home
- West Bengal
- Kolkata
- CPM Brigade Rally: নবজাতককে সঙ্গে নিয়েই ব্রিগেডে বাম কর্মী! প্রস্তুতি দেখতে ময়দানে মীনাক্ষী-সেলিম
CPM Brigade Rally: নবজাতককে সঙ্গে নিয়েই ব্রিগেডে বাম কর্মী! প্রস্তুতি দেখতে ময়দানে মীনাক্ষী-সেলিম
CPM Brigade Rally: রাত পোহালেই বামেদের ব্রিগেড সমাবেশ (CPM Brigade Rally)। আর তার আগেই চলছে চূড়ান্ত প্রস্তুতি।

রাত পোহালেই বামেদের ব্রিগেড
রবিবার, অর্থাৎ ২০ এপ্রিল ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে বামেদের শ্রমিক, কৃষক, খেতমজুর এবং বস্তি উন্নয়ন সমিতি। আর সেই সমাবেশকে সমর্থন জানিয়েছে বামেদের ছাত্র সংগঠন SFI, যুব সংগঠন DYFI এবং মহিলা সংগঠন AIDWA সহ অন্যান্য বাম সংগঠন। আর সেই ব্রিগেড সমাবেশের ঠিক আগেরদিন চলছে চূড়ান্ত প্রস্তুতি (CPM Brigade 2025)।
কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করেছে সিপিএম (CPM News)
এক্ষেত্রে এরিয়া কমিটিগুলিকে (Area Committee) দায়িত্ব দেওয়া হয়েছিল। ঠিক সমাবেশের আগেরদিন, সাজানোর কাজে হাত লাগিয়েছেন ঐ স্বেচ্ছাসেবকরা। তবে ঠিক ২০২৬ সালের আগে, এই সমাবেশকে কেন্দ্র করে বাম কর্মী এবং সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। নেতৃত্ব কী বার্তা দেন, সেইদিকেই তাকিয়ে সবাই (CPM Brigade Update)।
আর ব্রিগেডের ঠিক আগেরদিন, অর্থাৎ শনিবার বিকেলে ধরা পড়ল এক অভিনব মুহূর্ত
এক মা তাঁর সন্তানকে নিয়ে সোজা হাজির ব্রিগেড ময়দানে (Brigade Parade Ground)। ঠিক মঞ্চের সামনে তিনি একটি প্লাস্টিক পেতে তাঁর সন্তানকে শুইয়ে রেখেছেন। সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরাও (CPM Brigade Kolkata)।
এদিন প্রস্তুতি খতিয়ে দেখতে পৌঁছে যান সিপিএমএর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim)
তাঁর সঙ্গে ছিলেন আভাস রায়চৌধুরী, অমিয় পাত্র, নিরাপদ সর্দার এবং কৌস্তভ চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃত্বরা।
অন্যদিকে, বিকেলে ব্রিগেড ময়দানে হাজির হয়ে যান বাম যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়
এছাড়াও উপস্থিত ছিলেন যুব নেতা কলতান দাশগুপ্ত (CPM Brigade Rally News)।
কী বলছেন সেলিম (MD Salim)?
তিনি জানিয়েছেন, “কর্মীরা উৎসাহ নিয়ে মাঠ সাজাচ্ছেন। অনেক বেশি ভলান্টিয়ার এসেছেন। তার থেকেই বোঝা যাচ্ছে যে, ভালো সাড়া আছে। অন্য কোনও রাজনৈতিক দল যতই মাতব্বরি করুক, বামপন্থীরা ছাড়া ব্রিগেডে কেউ সমাবেশের মতো সমাবেশ করতে পারে না।"
আরেক বাম নেতা আভাস রায়চৌধুরী কী জানালেন?
তাঁর মতে, “সমাজের সব অংশের মানুষকে সঙ্গে নিয়ে আমরা আগামীর লড়াইয়ের বার্তা দিতে চাই। ব্রিগেডের ময়দান থেকেই মোদীর বিরুদ্ধে লড়াইয়ের ডাক দেব আমরা।"
শনিবার রাতের মধ্যেই মঞ্চের কাজ শেষ হয়ে যাবে
তবে আগে সাধারণত ব্রিগেড সমাবেশ হত শীতের সকালে। মানে ঐ জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস নাগাদ। কিন্তু এবার ব্রিগেড সমাবেশ হচ্ছে এপ্রিল মাসে। তাই গরম অনেকটাই বেশি। সেই কথা মাথায় রেখেই এবার বিকেল ৩টেয় শুরু হবে সমাবেশ (CPM Brigade Update)।
ওদিকে শনিবার দুপুরে, এক বাম কর্মীকে দেখা গেল শুকনো খাবার নিয়ে এসেছেন
তিনি অনেকটাই আগে পৌঁছে গেছিলেন। তাই দুপুরে তিনি নিজের আনা মুড়িই বসে খাচ্ছিলেন।
প্রয়াত হয়েছেন তারা
গত বছরই প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee) এবং সিপিএম-এর প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury)। তাই এবার বুদ্ধ-সীতাবিহীন ব্রিগেড হতে চলেছে। বুদ্ধবাবু অবশ্য বিগত বেশ কয়েক বছর ধরেই অসুস্থ ছিলেন। তিনি আসতে পারতেন না ব্রিগেডে। আর ইয়েচুরি হটাৎই অসুস্থ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ব্রিগেডে উপস্থিত সিপিএম সমর্থক রবি দাস
নিজেই হুইল চেয়ার চালিয়ে পৌঁছে গেছেন। তাঁর হুইল চেয়ারে লাগানো আছে সিপিএম-এর পতাকা এবং বুদ্ধদেব ভট্টাচার্যের একটি ছবি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

