- Home
- West Bengal
- Kolkata
- সরকারি কর্মীদের ১৪১ মাসের বকেয়া মেটাবে নবান্ন! কত টাকা করে পাবেন তাঁরা? তৈরি তালিকা
সরকারি কর্মীদের ১৪১ মাসের বকেয়া মেটাবে নবান্ন! কত টাকা করে পাবেন তাঁরা? তৈরি তালিকা
সুপ্রিম কোর্টে বকেয়া মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) মামলার শুনানির পরেই বড় সিদ্ধান্ত নবান্নের। ডিএ বা মহার্ঘ্য ভাতা প্রাপকের সংখ্যা প্রায় ১০ লক্ষ। তবে তার মধ্যেই তালিকা তৈরি করছে রাজ্য। সরকারি কর্মীদের ১৪১ মাসের বকেয়া মেটাবে নবান্ন?

সুপ্রিম কোর্টে বকেয়া মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) মামলার শুনানির মধ্যেই রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর।
রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ (Dearness Allowance) নিয়ে দীর্ঘদিন ধরে চলা আইনি টানাপোড়েন অবশেষে এক গুরুত্বপূর্ণ মোড়ে পৌঁছাল।
দেশের শীর্ষ আদালত Supreme Court জানিয়েছে আগামী ছয় সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে কর্মীদের বকেয়া ডিএর ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে।
গত ১৬ মে সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায়ে জানায়, রাজ্য সরকার যেন অবিলম্বে বকেয়া মহার্ঘভাতার ২৫% কর্মচারীদের হাতে তুলে দেয়।
কারা এই ডিএ বকেয়া পাওয়ার যোগ্য?
প্রকাশিত তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কর্মরত প্রায় ৮ লক্ষ সরকারি কর্মচারী এই সুবিধার আওতায় আসবেন।
এর মধ্যে রয়েছেন—
প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষক
পঞ্চায়েত এবং পুরসভার কর্মীরা
পুরনিগম ও অন্যান্য সরকার পোষিত সংস্থার কর্মচারী
স্বশাসিত সংস্থার অধীন কর্মরত কর্মচারীরা
পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনপ্রাপ্ত ব্যক্তিরাও এই বকেয়া পাবেন
ডিএ বকেয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু মানদণ্ড রয়েছে। যেমন—
২০১৯ সালের পরে যাঁরা চাকরিতে যোগ দিয়েছেন, তাঁরা এই সুবিধা পাবেন না
যেসব কর্মচারী ROPA 2009-এর আওতাভুক্ত নন, তাঁদের ক্ষেত্রেও এই ডিএ বকেয়া প্রযোজ্য হবে না
অর্থাৎ, কেবলমাত্র ROPA 2009 অনুসারে কর্মরত বা পেনশনপ্রাপ্ত ব্যক্তিরাই এই বকেয়ার জন্য বিবেচিত হবেন।
রাজ্য সরকার ইতিমধ্যে কর্মীদের পদের ধরন, পদোন্নতির তথ্য এবং কর্মকালীন রেকর্ড সংগ্রহের কাজ শুরু করেছে। অর্থাৎ, কার কত বকেয়া আছে, তার সঠিক হিসাব করার প্রস্তুতি চলছে।
কোন সময়ের জন্য এই বকেয়া ডিএ প্রযোজ্য?
এই বকেয়া প্রদান করা হবে ২০০৮ সালের ১লা এপ্রিল থেকে ২০১৯ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত সময়কালের জন্য। অর্থাৎ, মোট ১৪১ মাসের ডিএ বকেয়া হিসাবে গণ্য করা হয়েছে।
এই সময়সীমা অন্তর্ভুক্ত করে—
২০০৮ সালের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত ৯ মাস
২০০৯ থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত ১১ বছর বা ১৩২ মাস
ফলে, যারা এই দীর্ঘ সময়কালে কর্মরত ছিলেন বা পেনশন পেয়েছেন, তাঁরাই কেবল এই সুবিধা পাওয়ার যোগ্য।
কতজন পাবেন এই বকেয়া ডিএ?
সরকারি দফতরে কর্মরত: প্রায় ২.৫ লক্ষ
স্কুলশিক্ষক: প্রায় ৩.৮ লক্ষ
পঞ্চায়েত, পুরসভা ও স্বশাসিত সংস্থা: ১ লক্ষ
মোট সম্ভাব্য প্রাপক: প্রায় ৮–১০ লক্ষ কর্মচারী ও পেনশনপ্রাপক

