- Home
- West Bengal
- Kolkata
- বাংলার সরকারি কর্মীদের কাউকেই দিতে হবে না কোনও ট্যাক্স! কেন্দ্রীয় বাজেটের পরেই বড় ঘোষণা
বাংলার সরকারি কর্মীদের কাউকেই দিতে হবে না কোনও ট্যাক্স! কেন্দ্রীয় বাজেটের পরেই বড় ঘোষণা
কেন্দ্রীয় বাজেটে বড়সড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। দেশের লক্ষ লক্ষ মানুষকে স্বস্তি দিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন যে বার্ষিক আয় ১২ লাখ টাকা পর্যন্ত হলে আয়কর দিতে হবে না। এই আবহেই বাংলার সরকারি কর্মীদের জন্য এল বড় ঘোষণা

আগামী কয়েক দিনের মধ্যে রাজ্য বাজেট পেশ হওয়ার কথা রয়েছে।
এদিকে, কেন্দ্রীয় বাজেটে আবার বড়সড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
দেশের লক্ষ লক্ষ মানুষকে স্বস্তি দিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন যে বার্ষিক আয় ১২ লাখ টাকা পর্যন্ত হলে আয়কর দিতে হবে না।
এছাড়া বেতন ভোগীদের ১২.৭৫ লাখ টাকা বার্ষিক আয় হলে দিতে হবে না টাকা।
এদিকে, যত সময় গেছে ততই বাংলার সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার (Dearness Allowance) ফারাক দিন দিন বেড়েই চলেছে।
একদিকে যখন কেন্দ্রীয় সরকারী কর্মীরা ৫৩ শতাংশ হারে DA পাচ্ছেন সেখানে বাংলা সরকারি কর্মীদের ঝুলিতে রয়েছে মাত্র ১৪ শতাংশ ভাতা।
এরই মাঝে এবার বলা হচ্ছে, বাংলার কিছু সরকারি কর্মচারীদের আয়কর দিতেই হবে না।
আসলে কেন্দ্রীয় বাজেটে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়ার পর রাজ্য সরকারকে কটাক্ষ করেন সরকারি কর্মীরা।
বিশেষ করে যখন কেন্দ্র ঘোষণা করে যে ১২ লক্ষ টাকার বার্ষিক আয়ের ওপর কোনো ট্যাক্স দিতে হবে না সে ব্যাপারে কটাক্ষ ধেয়ে আসে।
এই ঘোষণার পরেই মমতা বন্দোপাধ্যায়ের সরকারকে তীব্র নিশানা করে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। তাঁদের মতে, কিছু সরকারি কর্মী এতটাই কম বেতন পান যে তাদের ট্যাক্স দিতেই হবে না।
তাদের দাবি পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের বদান্যতায় এ রাজ্যের সরকারি কর্মচারীদের বেতন এতটাই কম যে তাঁদের অধিকাংশকে কোন ট্যাক্স দিতে হবে না।
কেন্দ্রের থেকে ৩৯-৪৩% মহার্ঘ ভাতা কম। তার উপর কেন্দ্রীয় কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন লাগু হবে এক বছর পরে। আর রাজ্য সরকার সেই অর্থ দিয়ে ভোট রাজনীতি করছে।’