সংক্ষিপ্ত

প্রায় ৫২ ঘণ্টা ধরে রেলের এই কাজের বহু ট্রেন বাতিলে যাত্রীদের মধ্যে বাড়ছে চিন্তা।রেল সূত্রে জানা গেছে, ১০৮টি ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।একনজরে দেখে নিন শিয়ালদহ শাখার কোন সেকশনে কবে কবে চলবে কাজ

শিয়ালদহ শাখার নিত্যযাত্রীরা ফের বড় সমস্যায় পড়তে চলেছে । ৫২ ঘণ্টা ধরে চলবে কাজ ফলে ভোগান্তির আশঙ্কা রয়েছে । প্রতিদিন এই শিয়ালদহ ডিভিশনের উত্তর ও দক্ষিণ শাখায় হাজার হাজার রেলযাত্রী যাতায়াত করেন।গরীব বা মধ্যবিত্তদের কাছে যাতায়াতের অন্যতম মাধ্যম এই ট্রেন। তাই সেই লাইন বন্ধ থাকলে কত যে ভোগান্তি বাড়ে সে বিষয়ে ভালোই বোঝেন নিত্যযাত্রীরা। রেল সূত্রে জানা গেছে, ১০৮টি ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।একনজরে দেখে নিন শিয়ালদহ শাখার কোন সেকশনে কবে কবে চলবে কাজঃ

শনি এবং রবিবার শিয়ালদহ দক্ষিণ শাখায় রেলের তরফে চলবে কাজ । এই কারণে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ ছোট করা হচ্ছে। কিছু ট্রেনকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।রেল সূত্রে খবর, শিয়ালদহ দক্ষিণ শাখার বালিগঞ্জ এবং কাঁকুড়গাছিতে ‘নন ইন্টারলকিং’ কাজের জন্য বেশ কিছু ট্রেনের যাত্রাপথ ছোট করা হবে। শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিটের পর শনিবার (রাত ১২টা) থেকে সোমবার ভোর ৪টে পর্যন্ত কাজ চলবে। এই কাজের চলাকালীন আর বজবজ থেকে আসা ট্রেনগুলি শিয়ালদহ পর্যন্ত যাতায়াত করবে না। পরিবর্তে বজবজ স্টেশন থেকে আসা ট্রেনগুলো নিউ আলিপুর পর্যন্ত যাতায়াত করবে।অন্যদিকে কাঁকুড়গাছি রোড হয়ে সরাসরি স্যর গুরুদাস ব্যানার্জি হল্ট এবং বালিগঞ্জ সংযোগকারী কর্ড লাইনের ট্রেনগুলিকে এই দিনগুলোতে শিয়ালদহের অভিমুখে ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে রেল।ফলে যাত্রীদের নিজের গন্তব্যে পৌঁছতে শিয়ালদহ হয়ে ট্রেন বদল করলে সুবিধে হবে।

শিয়ালদহ শাখার নৈহাটি-মাঝেরহাট লোকালগুলিকেও এই দিনগুলোতে চক্ররেলের লাইনে ঘুরিয়ে পরিষেবা দেওয়া হবে। পাশাপাশি, যাত্রীদের সুবিধার জন্য বেশ কিছু স্পেশ্যাল ট্রেনও চালানো হবে। জানা গেছে, শনি এবং রবিবার ছ’টি স্পেশ্যাল ট্রেনও চালানো হবে।প্রায় ৫২ ঘণ্টা ধরে রেলের এই কাজের বহু ট্রেন বাতিলে যাত্রীদের মধ্যে বাড়ছে চিন্তা।তবে রেলের তরফে আশ্বস্থ করা হয়েছে, শিয়ালদহ উত্তর শাখায় নৈহাটি বা তার পরবর্তী স্টেশনগুলিতে পরিষেবার কোন সমস্যা নেই সব স্বাভাবিক থাকবে। বারাসত, বনগাঁ, হাসনাবাদ লাইনেও পরিষেবা স্বাভাবিক। শিয়ালদহ দক্ষিণ শাখাতেও ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর, নামখানা বা ক্যানিং যাওয়ার ট্রেন পরিষেবা সচল থাকবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে