দুর্গা পূজা ২০২৩: ৬২ বছরে পা দিল পল্লীর যুবকবৃন্দ ক্লাব, মশাল জ্বালিয়ে প্রতিমা আনলেন ক্লাবের মহিলারা

পল্লির যুবক বৃন্দের পুজো এবার ৬২ বছর । থিম 'উত্তর সাক্ষীর'র মাধ্যমে তুলে ধরা হয়েছে উত্তর কলকাতার বাবু সংস্কৃতি । প্রতি বছরের মত এ বছরও ক্লাবের মহিলারা মশাল জ্বালিয়ে ক্লাবে প্রতিমা আনলেন ।

/ Updated: Oct 18 2023, 12:56 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

পল্লির যুবক বৃন্দের পুজো এবার ৬২ বছর । থিম 'উত্তর সাক্ষীর'র মাধ্যমে তুলে ধরা হয়েছে উত্তর কলকাতার বাবু সংস্কৃতি । প্রাচীন কালের এক টুকরো উত্তর কলকাতা তুলে ধরা হয়েছে । ক্লাবের সদস্যরাই এই থিম বেছে নিয়েছেন । প্রতি বছরের মত এ বছরও ক্লাবের মহিলারা মশাল জ্বালিয়ে ক্লাবে আসেন ।কুমোরটুলি থেকে প্রতিমা আনা হয় । প্রথা মেনেই হয় এই ক্লাবের পুজো ।