- Home
- West Bengal
- Kolkata
- হাওড়া থেকে মেট্রোতে সল্টলেক যেতে কত ভাড়া লাগবে? নয়া ভাড়ার তালিকা দিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ
হাওড়া থেকে মেট্রোতে সল্টলেক যেতে কত ভাড়া লাগবে? নয়া ভাড়ার তালিকা দিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ
বহু প্রতীক্ষার পর পূর্ব-পশ্চিম মেট্রোর (Kolkata Metro) চাকা গড়াবে। জানা যাচ্ছে, হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত টানা মেট্রো চলবে। তবে কত ভাড়া দিতে হবে এর জন্য? দেখে নিন নয়া ভাড়ার তালিকা।

নয়া ভাড়ার তালিকা দিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
আর কয়েকদিনের মধ্যেই ইস্ট ওয়েস্ট মেট্রোর চাকা গড়াবে। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত টানা মেট্রো চলবে।
খুব সম্ভবত মে মাসের মধ্যেই যাত্রা শুরু করতে চলেছে এই রুটের মেট্রো।
রেলওয়ে সেফটি কমিশনার ইতিমধ্যেই ছাড়পত্র দিয়ে দিয়েছে। আর এখন শুধু হাতেগোনা কয়েকটা দিনের অপেক্ষা।
কলকাতার নিত্যযাত্রীদের এবার বহুদিনের স্বপ্ন বাস্তবে পরিণত হতে চলেছে।
জানেন কি হাওড়া থেকে মেট্রো করে সল্টলেক আসতে গেলে কত টাকা ভাড়া দিতে হবে?
হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ১৬.৫ কিলোমিটার রুট পেরোতে সময় লাগবে ৩৫ মিনিট।
এতদিন যেখানে বাসে বা অন্য কোন গাড়িতে এই পথ পাড়ি দিতে দেড় ঘন্টার বেশি সময় লাগতো এবং ভাড়াও দিতে হতো অনেকটা বেশি।
সূত্রের খবর, নতুন এই রুটে যাত্রা করতে যাত্রীদের সর্বোচ্চ ৩০ টাকা গুনতে হবে।
মেট্রোরেলের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই রুটে ভাড়া কিলোমিটার স্ল্যাবে গণনা করা হবে।
অর্থাৎ, ০ থেকে ২ কিলোমিটার পর্যন্ত ৫ টাকা, ২-৫ কিলোমিটার পর্যন্ত ১০ টাকা, ৫-১০ কিলোমিটার পর্যন্ত ২০ টাকা এবং ১০-২০ কিলোমিটার পর্যন্ত ৩০ টাকা।
আর সেই সূত্র ধরে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ৩০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
নতুন এই মেট্রো রুট হাওড়া এবং সল্টলেককে একসঙ্গে জুড়ে দেবে। এতদিন করে দুটি অংশ আলাদাভাবে চালু ছিল।
একদিকে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড, আবার অন্যদিকে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ।
আর এবার দুই সেকশন একসঙ্গে যুক্ত হচ্ছে। ফলে তৈরি হচ্ছে পূর্ণাঙ্গ ইস্ট ওয়েস্ট মেট্রো করিডর।

