- Home
- West Bengal
- Kolkata
- গঙ্গার নীচ দিয়ে এবার সরাসরি হাওড়া থেকে সল্টলেক! শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রোর উদ্বোধন কবে?
গঙ্গার নীচ দিয়ে এবার সরাসরি হাওড়া থেকে সল্টলেক! শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রোর উদ্বোধন কবে?
আর দিন কয়েকে অপেক্ষার। তারপরেই হাওড়া থেকে গঙ্গার তলা দিয়ে সোজা পৌঁছে যেতে পারবেন সেক্টর ফাইভ মানে সল্টলেকে! ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্প দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পরিণতির দিকে। কবে চালু হচ্ছে এই রুট? জেনে নিন তারিখ।

গঙ্গার নীচ দিয়ে এবার সরাসরি হাওড়া থেকে সল্টলেক।
গঙ্গার তল দিয়ে তৈরি হওয়া এই মেট্রো পথ ইতিমধ্যেই ঐতিহাসিক।
গত বছরের ৬ মার্চ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশ উদ্বোধন করেছিলেন।
এবার লক্ষ্য শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড অংশ চালু করা।
সূত্রের খবর অনুযায়ী, আগামী ২৪ এপ্রিল প্রধানমন্ত্রী রাজ্যে সফর করতে পারেন এবং একাধিক রেল প্রকল্পের উদ্বোধন করতে পারেন। অনেকে আশা করছেন, এই সফরেই ঘোষণা হতে পারে শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রোর উদ্বোধনের দিন।
কী অবস্থা এখন শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রোর?
বউবাজার সুড়ঙ্গ বিপর্যয়ের জেরে দীর্ঘ সময় বন্ধ ছিল এই রুটের নির্মাণ কাজ
বর্তমানে ট্রায়াল রান চলছে শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রো রুটে, অগ্নিসুরক্ষা ছাড়পত্র এখনও মেলেনি
শীঘ্রই কমিশনার অফ রেলওয়ে সেফটি (CRS) পরিদর্শনে আসতে পারেন
অনুমতি মিললেই শুরু হতে পারে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত যাত্রী পরিষেবা
এই মেট্রো রুট চালু হলে, হাওড়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ পৌঁছাতে সময় লাগবে মাত্র মিনিট ত্রিশেক। কমবে গাড়ির চাপ, বাঁচবে সময় ও পরিবেশ। গঙ্গার তলার সুড়ঙ্গ ভারতীয় রেল ইঞ্জিনিয়ারিংয়ের এক মাইল ফলক।

