BJP Poster: দক্ষিণ কলকাতায় একটি পোস্টার আরও চাপ বাড়িয়ে দিল গেরুয়া শিবিরের। ঢাকুরিয়ায় পড়েছে পোস্টা। সেখানে বলা হয়েছে 'টাকা, গাড়ি, মোবাইল দিন দক্ষিণ কলকাতার পদ নিন'।
BJP Poster: সভাপতি নির্বাচন ঘিরে এমনটিই চাপে রয়েছে রাজ্য বিজেপি। তারই মধ্যে দক্ষিণ কলকাতায় একটি পোস্টার আরও চাপ বাড়িয়ে দিল গেরুয়া শিবিরের। ঢাকুরিয়ায় পড়েছে পোস্টা। সেখানে বলা হয়েছে 'টাকা, গাড়ি, মোবাইল দিন দক্ষিণ কলকাতার পদ নিন'। এখানেই শেষ নয় পোস্টারেই যোগাযোগের ঠিকানা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে জেলার সভাপতি ও জেলার সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করতে। পোস্টারে রয়েছে ছবিও।
ঢাকুরিয়ার এই পোস্টার ঘিরে সকাল থেকেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তবে এই পোস্টার বিতর্ক শুধু বিরোধী শিবিরের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ছড়িয়ে পড়েছিল শাসক শিবিরেও। পোস্টারে বলা হয়েছে দক্ষিণ কলকাতার বিজেপির কর্মীবৃন্দের পক্ষ থেকেই এই পোস্টার দেওয়া হয়েছে। কিন্তু মানতে নারাজ বিজেপি।
স্থানীয় বিজেপি নেতারা পোস্টার ইস্যুতে নিশানা করেছেন তৃণমূল কংগ্রেসকে। তাদের কথায় আগামী বছর বিধানসভা নির্বাচন। আর সেই কারণে দলের মধ্যে ফাটল তৈরি করতে এই কাজ করছে তৃণমূল কংগ্রেস। স্থানীয় বিজেপি নেতাদের দাবি লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতার একাধিক বুথে এগিয়ে ছিল বিজেপি। সেই কারণে এখন থেকেই দলের মধ্যে ফাটল তৈরি করার চেষ্টা করছে তৃণমূল। বিজেপি নেতা শমীক ভট্টাচার্যও শাসক দলের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। তিনি বলেছেন, তৃণমূলের কারসাজি।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে বলা হয়েছে এই পোস্টারের মাধ্যমেই বিজেপির কোন্দল প্রকাশ পাচ্ছে। সভাপতি নির্বাচন নিয়ে বিজেপির কোন্দল প্রকাশ্যে এসেছে। এই পোস্টার তারই অঙ্গ। কুণাল ঘোষ বলেছেন, এই পোস্টার তৃণমূল কংগ্রেস দেয়নি। বিজেপির একাংশের কর্মীদের ক্ষোভের বহিঃপ্রকাশ।


