- Home
- West Bengal
- Kolkata
- নতুন বছর থেকে বদল হচ্ছে রেশন তোলার নিয়মে, সরকারি নির্দেশ না মানলে মিলবে না রেশন
নতুন বছর থেকে বদল হচ্ছে রেশন তোলার নিয়মে, সরকারি নির্দেশ না মানলে মিলবে না রেশন
- FB
- TW
- Linkdin
আপনার যদি রেশন কার্ড থাকে তাহলে বাজারের অগ্নিমূল্য দ্রব্য সামগ্রী আপনি তুলনায় কম দামে রেশন দোকান থেকে সংগ্রহ করতে পারবেন।
তবে সরকারের দেওয়া এই সুবিধার অপব্যবহারের খবর আসছে বারে বারে। এই অপব্যবহার রুখতে বিশেষ উদ্যোগ নিল মমতা সরকার।
নতুন বছর থেকে বদল হচ্ছে রেশন তোলার নিয়ম। সদ্য সরকারের পক্ষ থেকে কয়টি নতুন নির্দেশিকা জারি করেছে।
রেশনের দোকান এবং গ্রাহক উভয়ের জন্য নির্দেশিকা জারি হয়েছে। যা না মানলে মিলবে না রেশন।
সরকারি নির্দেশ অনুসারে, প্রতি সপ্তাহে চার দিন চারদিন করে দুয়ারে রেশন দিতে হবে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দেওয়া হবে রেশন।
সেই সময় সংলগ্ন এলাকার রেশন দোকানগুলো তথা ফেয়ার প্রাইস শপ বন্ধ রাখতে হবে।
সামগ্রী বিলির সময় পস মেশিন চালু থাকবে। তেমনই গ্রাহকদের জন্যও কিছু নিয়ম এসেছে প্রকাশ্যে।
জানানো হয়েছে, গ্রাহকদের মোবাইল নম্বর নথিভুক্ত করা বাধ্যতা মূলক। রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা না থাকলে রেশন দেওয়া হবে না।
খাদ্য দফতর সূত্রে খবর, মোট নছিভুক্ত রেশন গ্রাহকের সংখ্যা ২ কোটি ৯ লক্ষ। এর মধ্যে ১ কোটি ৩২ লক্ষ রেশন গ্রাহকের মোবাইল নম্বর আছে। ৭৭ লক্ষ গ্রাহকের নেই।
এবার থেকে রেশন নিতে হলে একাধিক নিয়ম মানতে হবে গ্রাহকদের। তা না হলে মিলবে না রেশন।