Hok Kolorob Film: ব্যারাকপুরের বিধায়ক তথা চলচ্চিত্র নির্মাতা রাজ চক্রবর্তীর (Raj chakrabarty) ছবি 'হোক কলরব'-এর টিজার প্রকাশ হতেই বিতর্ক তুঙ্গে। সংলাপ ও এক চরিত্রের নামকরণ নিয়ে ক্ষুব্ধ প্রফুল্ল চাকীর (Prafulla Chaki) পরিবার।

DID YOU
KNOW
?
কিংসফোর্ডকে মারার চেষ্টা
প্রফুল্ল চাকী ও ক্ষুদিরাম বসু একসঙ্গে ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে মারার লক্ষ্যে অভিযান চালান। তবে তাঁরা কিংসফোর্ডকে মারতে পারেননি।

Prafulla Chaki-Khudiram Bose: ব্রিটিশ শাসন থেকে দেশকে মুক্ত করার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন প্রফুল্ল চাকী ও ক্ষুদিরাম বসু। কিন্তু ব্যারাকপুরের (Barrackpore) তৃণমূল কংগ্রেস (AITC) বিধায়ক তথা চলচ্চিত্র নির্মাতা রাজ চক্রবর্তীর (Raj chakrabarty) ছবি ‘হোক কলরব’-এ (Hok Kolorob) দেশের জন্য প্রাণ দেওয়া এই দুই বিপ্লবীকে অপমান করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ছবির টিজার প্রকাশিত হতেই হইচই শুরু হয়েছে। টিজারে দেখা যাচ্ছে, শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee) তাঁর অভিনীত চরিত্রের নাম বলছেন 'ক্ষুদিরাম চাকী।' তিনি আরও বলছেন, 'না, আমি ঝুলি না, ঝোলাই।' ব্যারাকপুরের বিধায়ক নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই ছবির ঝলক প্রকাশ করে জানিয়েছেন, ২৩ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ‘হোক কলরব’। কিন্তু তার আগে বিতর্ক শুরু হয়েছে।

ক্ষুব্ধ প্রফুল্ল চাকীর পরিবার

প্রফুল্ল চাকীর প্রপৌত্র সুব্রত চাকী তাঁর পূর্বপুরুষ এবং দেশের এই দুই মহান সন্তানের অবমাননায় চরম ক্ষুব্ধ ও শোকাহত। তিনি এশিয়ানেট নিউজ বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন, 'আমাদের দুর্ভাগ্য। আমার বলতে খুব খারাপ লাগছে, বলতে লজ্জাও হচ্ছে যে এখন বোধহয় বাঙালি বলে নিজেকে পরিচয় দিতে আমার লজ্জাবোধ হয়। এই ধরনের কাজগুলি আমাদের এখানে করে। চলচ্চিত্র পরিচালকরা নিজেদের কী মনে করে আমরা ভেবে পাই না। এই সমস্ত ব্যক্তিদের নাম দিয়ে যে অপমানসূচক কাজকর্ম করা যায়, এর চেয়ে বড় লজ্জা আর কিছু হতে পারে না। আমি বেঁচে থাকতে যে এসব শুনতে হল, তা অত্যন্ত লজ্জাকর।'

হাইকোর্টে যেতে পারে প্রফুল্ল চাকীর পরিবার

সুব্রতবাবু আরও বলেছেন, 'আমি দাবি করছি, এখনই এই ছবিকে নিষিদ্ধ করা হোক।' টিজার দেখার পর আইনজ্ঞদের পরামর্শ নিয়ে তাঁরা কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) রিট পিটিশন দাখিল করতে পারেন বলেও জানিয়েছেন সুব্রতবাবু। ইতিমধ্যেই তাঁরা এ বিষয়ে পরিবার ও শুভানুধ্যায়ীদের সঙ্গে আলোচনা শুরু করেছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।