- Home
- West Bengal
- Kolkata
- মাত্র ১১ মিনিটে হাওড়া থেকে পৌঁছবেন শিয়ালদায়! পুজোর আগে কলকাতা মেট্রোয় নতুন চমক!
মাত্র ১১ মিনিটে হাওড়া থেকে পৌঁছবেন শিয়ালদায়! পুজোর আগে কলকাতা মেট্রোয় নতুন চমক!
নরেন্দ্র মোদীর হাতে উদ্বোধন হতে চলেছে কলকাতার তিনটি গুরুত্বপূর্ণ মেট্রো প্রকল্প। এখন বিমানবন্দরের পাশেই মেট্রো স্টেশন হওয়ায় হওয়ায় যাত্রীদের যাতায়াত অনেক সহজ হতে চলেছে। বহু প্রতীক্ষিত শিয়ালদহ-এসপ্ল্যানেড রুট চালু হলে জীবন সহজ হবে লক্ষ লক্ষ যাত্রীর।

নরেন্দ্র মোদীর হাতে কলকাতার যে তিনটি গুরুত্বপূর্ণ মেট্রো প্রকল্প উদ্বোধন হতে চলেছে, এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল বহু প্রতীক্ষিত শিয়ালদহ-এসপ্ল্যানেড রুট, যার কারণে শহরের যাতায়াত আরও সহজ ও দ্রুত হয়ে উঠবে। ২২ অগস্ট দমদমে একটি প্রশাসনিক কর্মসূচি থেকে মোদী এই তিনটি রুটের যাত্রা শুরু করবেন বলে জানা গিয়েছে।
কলকাতায় মেট্রো যাত্রা নিয়ে বাঙালিদের যে আলাদা আবেগ রয়েছে, সেই আবেগকে আরও বাড়তি মাত্রা দেবে এই উদ্যোগ। বিশেষ করে দুর্গাপুজোর আগে যাত্রীদের জন্য এটি এক অনন্য গিফট বলেই মনে করছেন বহু মানুষ।
বউবাজার অঞ্চলের জটিলতার কারণে এতদিন ধরে এই রুট চালু করা সম্ভব হয়নি। যদিও কাটাছেঁড়া সার্ভিস হিসেবে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড ও সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত ট্রেন চলছিল।
কিন্তু এবার সম্পূর্ণ রুট খোলা হলে একটানা হাওড়া থেকে শিয়ালদহ যাতায়াত করা যাবে মাত্র ১১ মিনিটে। যাত্রীদের কাছে এটি নিঃসন্দেহে বড় স্বস্তির খবর।
রিপোর্ট অনুযায়ী, কলকাতায় এই নতুন রুটে সর্বনিম্ন ভাড়া হতে চলেছে মাত্র ৫ টাকা এবং সর্বাধিক ভাড়া হয়ে চলেছে ৭০ টাকা। মেট্রো সূত্রে জানা গিয়েছে, কলকাতা বিমানবন্দর থেকে যশোর রোড পর্যন্ত যেতে ভাড়া লাগবে মাত্র ৫ টাকা, কলকাতা বিমানবন্দর থেকে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত ভাড়া লাগবে ১০ টাকা, কলকাতা বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত ভাড়া পড়বে ২০ টাকা।
কলকাতা বিমানবন্দর থেকে চাঁদনি চক বা এসপ্ল্যানেড পর্যন্ত ভাড়া পড়বে ৪০ টাকা, কলকাতা বিমানবন্দর থেকে কবি সুভাষ পর্যন্ত ভাড়া পড়বে ৪৫ টাকা, কলকাতা বিমানবন্দর থেকে রুবি পর্যন্ত ভাড়া পড়বে ৬৫ টাকা, কলকাতা বিমানবন্দর থেকে হাওড়া যেতে খরচ পড়বে ৫০ টাকা এবং বিমানবন্দর থেকে সেক্টর-৫ বা করুণাময়ী যেতে খরচ বহন করতে হবে ৭০ টাকা।
বারাসাত এবং নোয়াপাড়া করিডরের মধ্যে আপাতত নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত ৭.০৪ কিলোমিটার মেট্রো লাইন যাত্রীদের জন্য খুলে দেওয়া হচ্ছে। তবে এখানেই শেষ নয়, আগামী দিনে এই লাইন আরও বাড়িয়ে বারাসাত পর্যন্ত পৌঁছনোর পরিকল্পনা রয়েছে। শুধু তাই নয়, কলকাতা বিমানবন্দর স্টেশনকে দুটি করিডরের সংযোগস্থল হিসেবে সাজানো হচ্ছে

