- Home
- West Bengal
- Kolkata
- জমি জটে আটকে কলকাতা মেট্রোর গুরুত্বপূর্ণ স্টেশনের কাজ! চালু করা যাবে না এই রুট?
জমি জটে আটকে কলকাতা মেট্রোর গুরুত্বপূর্ণ স্টেশনের কাজ! চালু করা যাবে না এই রুট?
খারাপ খবর আসতে চলেছে কলকাতা মেট্রোর যাত্রীদের জন্য। জমি জটে আটকে গেল গুরুত্বপূর্ণ স্টেশনের কাজ। তাহলে কি বন্ধ করে দিতে হবে এই বিশেষ লাইনের সম্প্রসারণ? কী জানাচ্ছে কলকাতা মেট্রো? জানুন আপডেট।

খুব খারাপ খবর কলকাতা মেট্রোর যাত্রীদের জন্য
জমি জটে আটকে গেল গুরুত্বপূর্ণ স্টেশনের কাজ।
তাহলে কি বন্ধ করে দিতে হবে এই বিশেষ লাইনের সম্প্রসারণ? কী জানাচ্ছে কলকাতা মেট্রো? জানুন আপডেট।
খিদিরপুরবাসীর স্বপ্নের মেট্রো স্টেশন (Kolkata Metro) কি অধরা থেকে যাবে?
হ্যাঁ, পার্পল লাইন মেট্রো প্রকল্পের প্রস্তাবিত খিদিরপুর স্টেশন এবার বাদ পড়ার মুখোমুখি!
কিন্তু কেন? আসলে আলিপুর বডিগার্ড লাইনস এলাকার কলকাতা পুলিশ চত্বরে স্টেশন নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণ এখনো সম্ভব হয়নি।
মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি এক সংবাদমাধ্যমকে বলেছেন, খিদিরপুর এবং তার আশেপাশের এলাকার মানুষজনরা এই আধুনিক, দ্রুত এবং সুরক্ষিত মেট্রো পরিষেবা থেকে হয়তো বঞ্চিত হতে পারেন।
সূত্রের খবর, জমি সংক্রান্ত অনুমোদন নীতিগত স্তরে আটকে রয়েছে। এমনকি ব্যবহারকারী সংস্থাগুলি চাইলে রেলমন্ত্রকের সঙ্গে সম্পর্ক করে খিদিরপুর স্টেশনকে বাদ দিয়েই পার্পল লাইন নির্মাণ করতে পারে।
রেলের সূত্র মারফত জানা গিয়েছে, খিদিরপুর স্টেশনের জন্য ৮৩৭ বর্গমিটার মতো জায়গা প্রয়োজন।
তবে তা কলকাতার সশস্ত্র পুলিশের বডিগার্ড লাইনের আওতায় পড়ছে। আর এই এলাকা ব্যবহার করা হতো স্টেশনের ভেন্টিলেশন শ্যাফট, প্রবেশ-প্রস্থান পথ নির্মাণের জন্য।
বর্তমানে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত ৮ কিলোমিটার দীর্ঘ উঁচু স্তরে মেট্রো চালু হয়েছে। আর এই রুটের পরবর্তী স্টেশন মোমিনপুর, যা শেষ উঁচু স্তরের স্টেশন।
তবে খিদিরপুর হওয়ার কথা ছিল প্রথম ভূগর্ভস্থ মেট্রো স্টেশন। কিন্তু জমি নিয়ে এই তালবাহানার জেরে মোমিনপুরের পর হয়তো ট্রেন সরাসরি ভিক্টোরিয়া স্টেশনে গিয়ে থামবে।

