Markandey Katju: বুধবার রাত থেকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মার্কণ্ডেয় কাটজুকে (Markandey Katju) নিয়ে আলোচনা চলছে। কারণ, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সম্পর্কে বিতর্কিত পোস্ট করেছেন।

Markandey Katju on Mamata Banerjee: বুধবার সন্ধেবেলা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জন্য স্বামী খোঁজা সংক্রান্ত যে পোস্ট করেছিলেন, তা ফেসবুক থেকে মুছে দিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মার্কণ্ডেয় কাটজু (Markandey Katju)। রাজ্যের শাসক দলের নেতা কুণাল ঘোষ 'এক্স' হ্যান্ডলে পোস্ট করে বলেছিলেন, ‘তিনি যদি ক্ষমা চেয়ে ডিলিট না করেন, তাহলে ইনি যে পদেই থেকে থাকুন, বাংলায় পা রেখেছেন খবর পেলে সামনে গিয়ে ঠাটিয়ে এক থাপ্পড় মারব।’ এরপরেই পোস্ট মুছে দিলেন কাটজু। তবে তিনি ক্ষমা চাননি। বাংলার শাসক দলের পক্ষ থেকে মানহানির মামলা দায়ের করা হতে পারে, এই আশঙ্কা থেকেই হয়তো ফেসবুক পোস্ট মুছে দিলেন কাটজু। তিনি আইনি জটিলতায় জড়াতে চাইছেন না।

এশিয়ানেট নিউজ বাংলার প্রতিবেদন শেয়ার কাটজুর

ফেসবুক পোস্টে এশিয়ানেট নিউজ বাংলার প্রতিবেদনের লিঙ্ক শেয়ার করে কাটজু লিখেছেন, ‘রসিকতা হিসেবে আমি ফেসবুক পোস্ট করেছিলাম, বাঙালিরা কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ভালো স্বামী খুঁজে পায় না? আমি ভেবেছিলাম বাঙালিদের রসবোধ আছে। তারা এই রসিকতা উপভোগ করবে। কিন্তু তার বদলে আমার পোস্টে যে ৭০০-এরও বেশি কমেন্ট দেখছি, যার মধ্যে বেশিরভাগই বাঙালিদের, সেই কমেন্টে আমার নিন্দা করা হয়েছে। আমার সম্পর্কে সব ধরনের অবমাননাকর মন্তব্য করা হয়েছে। আমি সেসব লিখতে পারব না। এই কারণে আমাকে পোস্ট ডিলিট করতে হয়েছে।’

কী লিখেছিলেন কাটজু?

এখন মুছে দেওয়া ফেসবুক পোস্টে কাটজু লিখেছিলেন, 'বাঙালিরা কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ভালো স্বামী খুঁজে পায় না?' এরপরেই তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এবং রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়। অনেকে তাঁকে বলেন, 'আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিয়ে করুন।' পাল্টা কাটজু বলেন, ‘আমার অনেক বয়স হয়ে গিয়েছে। তাছাড়া আমি বিবাহিত।’ তবে অনেকেই এই পোস্টের সমালোচনা করেন। শাসক দলের নেতাও হুমকি দেন। এসবের পরেই ফেসবুক পোস্ট মুছে দিলেন কাটজু।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।