সংক্ষিপ্ত

সোমবার আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনায় একমাত্র দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। শিয়ালদা আদালতের রায় নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে।

আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনায় কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের রায় দিয়েছে শিয়ালদা আদালত। সোমবার দুপুরে এই রায় দিয়েছেন বিচারপতি অনির্বাণ দাস। সারা দেশের মতোই আদালতের রায়ের দিকে তাকিয়েছিল সঞ্জয়ের পরিবার। কঠোর শাস্তি পাওয়া এই সিভিক ভলান্টিয়ারের তিন দিদি ও মা বর্তমান। সোমবার সকাল থেকে কলকাতার ভবানীপুর অঞ্চলে ৫৫বি, শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটের বাড়িতেই ছিলেন সঞ্জয়ের মা। তিনি একবারও বাড়ি থেকে বেরোননি। তাঁর বাড়ির সামনে সাংবাদিকদের ভিড় থাকলেও, কারও ডাকে সাড়া দেননি সঞ্জয়ের প্রৌঢ়া মা। তিনি ছেলের শাস্তি নিয়ে কোনও কথাই বলেননি। প্রতিবেশীরা জানিয়েছেন, সঞ্জয়ের মা মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ নন। তাঁর মেয়েরা বাড়িতে আসেন না। গ্রেফতার হওয়ার আগে পর্যন্ত সঞ্জয়ই বাড়িতে মায়ের সঙ্গে থাকত। এখন তার মা একাই বাড়িতে আছেন।

আদালতে মিথ্যা বলেছে সঞ্জয়?

সঞ্জয়কে দোষী সাব্যস্ত করার পর তার বক্তব্য জানতে চান বিচারপতি। তিনি জানতে চান, সঞ্জয়ের বাড়িতে কে আছেন? বাড়ির কেউ তার সঙ্গে যোগাযোগ করেছিল? জবাবে সঞ্জয় জানায়, তার বাড়িতে মা আছেন। তবে সে মায়ের সঙ্গে থাকত না। সে পুলিশ ব্যারাকে থাকত। কিন্তু প্রতিবেশীরা অন্য কথা বলছেন। প্রতিবেশীদের দাবি যদি সত্যি হয়, তাহলে আদালতে মিথ্যা বলেছে সঞ্জয়। তার ফাঁসি না হওয়ায় অবশ্য প্রতিবেশীরা খুশি। তাঁদের দাবি, কোনওদিন মহিলাদের অসম্মান করেনি সঞ্জয়। তার পক্ষে এই ঘৃণ্য অপরাধ ঘটানো সম্ভব নয়।

উচ্চ আদালতে যাবে সঞ্জয়ের পরিবার?

শিয়ালদা আদালত শাস্তি ঘোষণার আগেই সঞ্জয়ের এক দিদি জানিয়েছিলেন, তাঁরা আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করবেন না। সোমবার আদালত সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ডের কথা ঘোষণা করার পরেও একই কথা জানিয়েছেন সেই দিদি। ফলে বিরাট পট পরিবর্তন ছাড়া এই রায়ের বিরোধিতা করছে না সঞ্জয়। তবে আর জি কর মেডিক্যাল কলেজে নির্যাতিতার পরিবার উচ্চ আদালতের দ্বারস্থ হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনায় সাজা ঘোষণা, সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড

মেয়ের ধর্ষকের আমৃত্যু কারাদণ্ড, সাজা শোনার পর কী করলেন আরজি করের নির্যাতিতার বাবা-মা

YouTube video player