সংক্ষিপ্ত

পড়ুয়াদের অভিযোগ, এই ঘটনা যে এটাই প্রথমবার ঘটল, তা একেবারেই নয়। ছাত্র এবং ছাত্রীদের শৌচাগারের মধ্যবর্তী এই পার্টিশনের কারণে এর আগেও অনেক ছাত্রীর আপত্তিকর ভিডিও এবং ছবি তোলা হয়েছে বলে দাবি পড়ুয়াদের একাংশের।

শৌচাগারের ভেতরে গোপনে ছাত্রীদের ভিডিও তোলার অভিযোগ, চাঞ্চল্যকর কাণ্ডে শোরগোল পড়ে গেল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। কলকাতা শহরের অন্যতম এই ঐতিহ্য়বাহী শিক্ষালয়ে এমন ঘটনাকে ঘিরে লজ্জার মুখে পড়ুয়াদের ব্যক্তিগত নিরাপত্তা। সূত্রের খবর, শৌচালয়ের ভেতরে থাকা এক ছাত্রীর গোপন ভিডিও নিজের মোবাইলে রেকর্ড করার চেষ্টা করেন ওই কলেজেরই স্নাতক স্তরের এক ছাত্র। এই কুকীর্তি করার সময় ছাত্রীর হাতেই হাতেনাতে ধরা পড়ে যান তিনি। ঘটনা ঘিরে ব্যাপক অশান্তি ছড়ায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বেশ কিছু ছাত্রীর অভিযোগ হল, এখানকার ডিরোজ়িয়ো ভবনে যে শৌচাগার, সেখানে ছাত্র এবং ছাত্রীদের জায়গা একেবারে পাশাপাশি। দুই শৌচালয়ের মধ্যিখানে থাকা পার্টিশন নিরাপত্তার খাতিরে একেবারেই ভরসাযোগ্য নয়। মাঝখানে যে দেওয়ালটি রয়েছে, তার মাঝে ফাঁক রয়েছে, এমনকি দেওয়ালের উপর থেকেও অতি সহজেই শৌচাগারের অপর পারে উঁকিঝুঁকি মারা যায় বলে অভিযোগ পড়ুয়াদের। এই ফাঁকের ফায়দা নিয়েই স্নাতক স্তরের ওই পড়ুয়া পার্টিশনের ওপাশ থেকে মোবাইল ফোন বের করে ছাত্রীদের শৌচাগারের ভিডিও রেকর্ড করছিলেন বলে দেখে ফেলেন এক ছাত্রী।

ছাত্রীর হাতে ধরা পড়ে যাওয়ার পর অভিযুক্ত ছাত্র তাঁর কাছে ক্ষমা চেয়ে বিষয়টি মিটমাট করে নিতে চান বলে জানা গেছে। তাঁকে ধরে ফেলা ছাত্রীও প্রথমে লোকলজ্জার ভয়ে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা পুলিশের কাছে কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি। তবে গোটা ঘটনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র-ছাত্রীদের মধ্যে জানাজানি হতেই ক্ষোভের আগুন জ্বলে ওঠে।

বিষয়টি জানাজানি হওয়ার পরে ডিন অব স্টুডেন্টসের কাছে পড়ুয়ারা যান। স্নাতক এবং স্নাতকোত্তরের বিভিন্ন বর্ষের ছাত্রছাত্রীদের তরফে লিখিত ভাবে বিষয়টি সম্পর্কে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবগত করেন ছাত্রছাত্রীরা। ইমেল করা হয়েছে ডিন অফ স্টুডেন্টস এবং অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধানকে। এরপরেই ওই ছাত্রীকে ডেকে পাঠানো হয়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তিনি নিশ্চিত করেন যে, কোন ছাত্র সেদিন এই ভিডিও রেকর্ড করার চেষ্টা করেছেন। পড়ুয়াদের অভিযোগ, এই ঘটনা যে এটাই প্রথমবার ঘটল, তা একেবারেই নয়। ছাত্র এবং ছাত্রীদের শৌচাগারের মধ্যবর্তী এই পার্টিশনের কারণে এর আগেও অনেক ছাত্রীর আপত্তিকর ভিডিও এবং ছবি তোলা হয়েছে বলে দাবি পড়ুয়াদের একাংশের।

শিক্ষার্থীদের অভিযোগের পর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে রেজিস্ট্রার ডঃ দেবজ্যোতি কোনার বলেন, ‘‘সমস্ত অভিযোগ সহ গোটা বিষয়টি একটি হাই পাওয়ার এনকোয়ারি কমিটির কাছে ইতিমধ্যেই তদন্তের জন্য পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ধরনের অপরাধের ক্ষেত্রে একেবারে জিরো টলারেন্স নীতি নেবে।”

আরও পড়ুন-

মল্লিকবাজারের ফুলের ব্যবসায় বড়সড় ক্ষতি, রাজ্য সরকারের কাছে বাঁচার আর্তি ফুলবিক্রেতাদের
Earthquake News: পর পর ভূমিকম্পে কেঁপে উঠল ভারত, রবিবার আরও একবার আতঙ্কের ছায়া

Gas Cylinder Price: গ্যাসের দামে বড় খবর, আরও একবার দামে কাটছাঁট করল কেন্দ্র সরকার