সংক্ষিপ্ত

মহালয়ায় আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হল আরজি কর হাসপাতালের নির্যাতিতা মহিলা চিকিৎসকের স্মরণে এক প্রতীকী মূর্তি।

মহালয়ায় আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হল আরজি কর হাসপাতালের নির্যাতিতা মহিলা চিকিৎসকের স্মরণে এক প্রতীকী মূর্তি।

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে বসানো হয়েছে সেই মূর্তি। প্রতীকী মূর্তির কাছে আন্দোলনের বিভিন্ন মূহূর্তের ছবিও টাঙানো হয়েছে বলে খবর। এই মূর্তি উন্মোচনের পাশাপাশি পথনাটিকার মধ্যে দিয়ে আরজি করের ঘটনার প্রতিবাদ জানিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা। কেউ কেউ আবার ছবি এঁকেও প্রতিবাদ জানিয়েছেন।

স্বাস্থ্য ভবনের সামনেই অবস্থান-বিক্ষোভের সময়ে জুনিয়র ডাক্তাররা প্রতীকী মূর্তি উন্মোচনের কথা ঘোষণা করেছিলেন। তখন জানানো হয়েছিল, মহালয়ার দিনই সেই মূর্তি উন্মোচন করা হবে আনুষ্ঠানিকভাবে।

আর সেই মতো বুধবার সকাল ১১টা নাগাদ এই প্রতীকী মূর্তি উন্মোচিত হয়। হাসপাতাল চত্বরের প্ল্যাটিনাম জুবিলি হলের সামনের একটি ফাঁকা জায়গায় ওই প্রতীকী মূর্তি বসানো হয়েছে। আন্দোলনকারী চিকিৎসকদের কথায়, “ফাইবারের তৈরি এই মূর্তিটির সঙ্গে ধর্ষিতা এবং নিহত চিকিৎসক পড়ুয়ার চেহারার কোনও মিল নেই।”

জানা যাচ্ছে, আসলে একজন নারীর যন্ত্রণার অভিব্যক্তি ফুটিয়ে তোলা হয়েছে আবক্ষ মূর্তিটিতে। ভাস্কর্যশিল্পী অসিত সাঁই বিনা পারিশ্রমিকে ফাইবার গ্লাসের এই মূর্তিটি তৈরি করে দিয়েছেন। গত ৯ অগাস্ট, আরজি কর মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের চারতলার সেমিনার হল থেকে ঐ চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধার করা হয়েছিল। তারপর আরজি কর কাণ্ডে তিনজন গ্রেফতার হলেও, জুনিয়র চিকিৎসকদের আন্দোলন এখনও চলছে।

বুধবার, দুপুরে জুনিয়র চিকিৎসকদের মিছিল শুরু হয়েছে কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত। তার আগে আরজি করে উন্মোচিত হল নির্যাতিতা চিকিৎসকের এই প্রতীকী মূর্তি। আর সেই মূর্তি মহালয়ার দিন আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হল আরজি কর হাসপাতালের নির্যাতিতা মহিলা চিকিৎসকের স্মরণে এক প্রতীকী মূর্তি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।