- Home
- West Bengal
- Kolkata
- পাল্টে যাচ্ছ নিয়ম, 'বাংলার বাড়ি প্রকল্প' নিয়ে নয়া নির্দেশিকা, মিলবে না পরের কিস্তির টাকা?
পাল্টে যাচ্ছ নিয়ম, 'বাংলার বাড়ি প্রকল্প' নিয়ে নয়া নির্দেশিকা, মিলবে না পরের কিস্তির টাকা?
- FB
- TW
- Linkdin
বাংলার বাড়ি প্রকল্প নিয়ে নয়া নির্দেশ জারি হল। এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছেন অনেকেই।
বাংলার বাড়ি প্রকল্প -এ যাতে সঠিক যোগ্য ব্যক্তিকা টাকা পান সে বিষয় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বাংলার বাড়ি প্রকল্পের দুর্নীতি ঠেকাতে ইতিমধ্যে ফিল্ড ভেরিফিকেশন অ্যাপ চালু করা হয়েছে।
এর মাধ্যমে প্রকল্পের অগ্রগতির দিকে আরও ভালোভাবে নজর রাখা যাবে। আধিকারিকরা যাতে এই অ্যাপ ব্যবহার করে বিভিন্ন এলাকায় গিয়ে প্রকল্প পরিদর্শন করেন তার ওপরেও জোর দেওয়া হয়েছে।
বাংলা সহায়তা কেন্দ্রগুলোতে সরকারি পরিষেবা ঠিকঠাক চলছে কিনা তাও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে বাংলার বাড়ি প্রকল্প সহ বিভিন্ন ইস্যু নিয়ে একাধিক নির্দেশ দিয়েছিলেন।
মুখ্য সচিব মনোজ পন্থ সেই নির্দেশগুলো আরও একবার মনে করিয়ে দিলেন।
এদিকে ইতিমধ্যে ৫০টির বেশি দুর্নীতির অভিযোগ জমা পড়েছে বাংলা বাড়ি প্রকল্প নিয়ে।
সমাজের এক লোভী শ্রেণীর ধনি মানুষ সরকারের থেকে এই টাকা নিয়েছে।
যাতে এবার যোগ্য ব্যক্তিরা বাংলার বাড়ি প্রকল্পের টাকা পায় সেদিকে দৃষ্টি দেওয়া হচ্ছে।